নুসুক হজ প্ল্যাটফর্মে বিদেশি হজযাত্রীদের জন্য ৬টি প্যাকেজ ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:২১

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পরিচালিত “নুসুক হজ” প্ল্যাটফর্ম বিদেশি হজযাত্রীদের জন্য ৬টি প্যাকেজ চালু করেছে। যাত্রীরা তাদের প্রয়োজন ও বাজেট অনুযায়ী এই প্যাকেজগুলো থেকে বেছে নিতে পারবেন।
৬টি হজ প্যাকেজ:
- বেসিক প্যাকেজ
- বেসিক উইথ ট্রান্সফার (যাতায়াত সুবিধাসহ)
- প্রিমিয়াম প্যাকেজ
- লাক্সারি (বিলাসবহুল) প্যাকেজ
- লাক্সারি উইথ ট্রান্সফার
প্যাকেজে যা থাকছে:
নুসুক হজ প্ল্যাটফর্ম জানায়, প্রতিটি প্যাকেজে থাকবে:
- হজ ভিসা
- ফ্লাইট টিকিট
- মক্কা ও মদিনায় আবাসন
- প্রতিদিনের খাবার
- শহর ও পবিত্র স্থানগুলোর মধ্যে যাতায়াত
- হজ কার্যক্রম পরিচালনায় গাইড ও সহযোগিতা
আবাসনের মান অনুযায়ী পার্থক্য:
- বেসিক প্যাকেজ: তিন তারকা হোটেলে সর্বোচ্চ ১৪ দিনের আবাসন
- বেসিক উইথ ট্রান্সফার: ৩ বা ৪ তারকা হোটেল, যাতায়াত সুবিধাসহ
- প্রিমিয়াম: ৪ তারকা হোটেলে ১০ দিন
- লাক্সারি: ৫ তারকা হোটেলে ১০ দিনের হজ অভিজ্ঞতা
- লাক্সারি উইথ ট্রান্সফার: ৫ তারকা হোটেলে ১৪ দিন, উন্নত যাতায়াত সুবিধাসহ
ভুয়া হজ প্যাকেজ নিয়ে সতর্কবার্তা
সৌদি কর্তৃপক্ষ ভুয়া হজ এজেন্সি বা ফেক ক্যাম্পেইনের বিষয়ে হুঁশিয়ার করেছে। হজ পালনের জন্য অবশ্যই হজ ভিসা লাগবে, যা কেবল সরকারি অনুমোদিত চ্যানেল বা নুসুক হজ প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা যাবে।
আপনি যদি এমন কোনো দেশে থাকেন যেখানে হজ অফিস নেই, তবে নুসুক প্ল্যাটফর্ম থেকেই সম্পূর্ণ আবেদন ও বুকিং করা যাবে।
তথ্যসূত্র: সৌদি গেজেট