Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ইতিহাদ এয়ারওয়েজের রেকর্ড সাফল্য

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৪০

ইতিহাদ এয়ারওয়েজের রেকর্ড সাফল্য

ইতিহাদ এয়ারওয়েজ ২০২৫ সালের প্রথম তিন মাসে ৫ মিলিয়ন যাত্রী পরিবহন করেছে। সংস্থাটির ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক। ২০২৫ সালের মধ্যে প্রতিষ্ঠানটির লক্ষ্য ১৮ মিলিয়ন যাত্রী পরিবহন।

উল্লেখযোগ্য অর্জনসমূহ:

যাত্রী পরিবহন: ২০২৫ সালের জানুয়ারিতে ১.৭ মিলিয়ন যাত্রী পরিবহন করেছে, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ বৃদ্ধি। 

লোড ফ্যাক্টর: যাত্রী ধারণক্ষমতার হার ৮৯ শতাংশে পৌঁছেছে, যা ২০২৪ সালের জানুয়ারির ৮৬ শতাংশ থেকে বৃদ্ধি পেয়েছে। 

বিমান বহর ও গন্তব্য: বর্তমানে ৯৮টি বিমান পরিচালনা করছে এবং ৭৩টি গন্তব্যে সেবা দিচ্ছে। 

ইতিহাদ এয়ারওয়েজের গ্রুপ সিইও আন্তোনোয়ালদো নেভেস জানান, সংস্থাটি ২০২৫ সালের মধ্যে ১৮ মিলিয়ন যাত্রী পরিবহনের লক্ষ্যে কাজ করছে। এই পরিকল্পনার অংশ হিসেবে নতুন গন্তব্য যেমন বোস্টন, নাইরোবি, কোঝিকোড় এবং ত্রিভান্দ্রমে ফ্লাইট চালু করা হয়েছে।

এছাড়া আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল A চালু হয়েছে, যা বছরে ৪৫ মিলিয়ন যাত্রী ধারণ করতে সক্ষম এবং ১১৭টি আন্তর্জাতিক গন্তব্যের সাথে সরাসরি সংযোগ স্থাপন করেছে। 

২০২৪ সালে ইতিহাদ এয়ারওয়েজ ১.৭ বিলিয়ন দিরহাম (প্রায় ৪২৬ মিলিয়ন মার্কিন ডলার) মুনাফা অর্জন করেছে, যা সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ। এই মুনাফা ২০২৩ সালের তুলনায় ৭৯১ শতাংশ বৃদ্ধি। 

ইতিহাদ এয়ারওয়েজের এই সাফল্য সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন খাতের শক্তিশালী অবস্থানকে প্রতিফলিত করে। সংস্থাটির সম্প্রসারণ পরিকল্পনা এবং উন্নত সেবার মাধ্যমে এটি বৈশ্বিক পর্যটন ও ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তথ্যসূত্র: গালফ নিউজ  


Logo