Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতের পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসার আবেদন কীভাবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৪৩

আমিরাতের পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসার আবেদন কীভাবে

মধ্যপ্রাচ্যের অন্যতম জনপ্রিয় গন্তব্য সংযুক্ত আরব আমিরাত (ইউএই) পর্যটনপ্রেমীদের জন্য চালু করেছে পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা। বিশ্বের যে কোনো দেশের নাগরিকরা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন, যার মাধ্যমে বছরে সর্বোচ্চ ১৮০ দিন পর্যন্ত দেশটিতে অবস্থান করা যাবে।

এক নজরে সুবিধাগুলো

- প্রতি সফরে ৯০ দিন অবস্থানের অনুমতি

- একবার ৯০ দিন বাড়ানো যাবে

- বছরে সর্বোচ্চ ১৮০ দিন থাকা যাবে 

- স্পন্সর ছাড়াই আবেদন করা যাবে

কোথায় ও কীভাবে আবেদন করবেন:

এই ভিসার জন্য আবেদন করা যাবে অনলাইন ও অফলাইন দুইভাবেই।

অনলাইন আবেদন:

- ICP ওয়েবসাইট (www.icp.gov.ae )

- GDRFA ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ (https://www.gdrfad.gov.ae/ar )

অফলাইন আবেদন: দুবাইয়ের বিভিন্ন AMER সেন্টারে সরাসরি গিয়ে আবেদন করা যাবে।

যে কাগজপত্র লাগবে:

- রঙিন পাসপোর্ট সাইজ ছবি

- বৈধ পাসপোর্ট (অন্তত ৬ মাস মেয়াদ থাকতে হবে)

- স্বাস্থ্য বীমার কপি 

- ব্যাংক স্টেটমেন্ট (গত ৬ মাসে ন্যূনতম $৪,০০০ ব্যালেন্স থাকতে হবে)

আবেদন ফি ও সময়:

আবেদন ফি: ৬৫০ দিরহাম

AMER সেন্টার ব্যবহার করলে অতিরিক্ত ১০০ দিরহাম চার্জ প্রযোজ্য

ভিসা ইস্যুর সময়: ২-৫ কর্মদিবস

গুরুত্বপূর্ণ শর্ত:

ভিসা ইস্যুর তারিখ থেকে ৬০ দিনের মধ্যে ইউএইতে প্রবেশ না করলে ভিসাটি বাতিল হয়ে যেতে পারে। এজন্য আবেদনকারীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভ্রমণ নিশ্চিত করতে হবে।

ভবিষ্যৎ পরিকল্পনায় পর্যটন খাতে ইউএই

বিশ্লেষকরা মনে করছেন, পাঁচ বছরের এই ট্যুরিস্ট ভিসা ইউএইর পর্যটন খাতকে আরো চাঙ্গা করবে। একই সঙ্গে দেশের দীর্ঘমেয়াদি পর্যটন কৌশল; যেমন ২০৩১ সালের মধ্যে ৪০ মিলিয়ন পর্যটক আকর্ষণের লক্ষ্যে এই ভিসা কার্যকর ভূমিকা রাখবে।

তথ্যসূত্র: গালফ নিউজ, খালিজ টাইমস ও অন্যান্য।

Logo