Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাত নতুন বিশ্ব পর্যটন কেন্দ্র, যুক্তরাষ্ট্রকে এড়িয়ে চলছে ইউরোপীয় পর্যটকেরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৪৪

আমিরাত নতুন বিশ্ব পর্যটন কেন্দ্র, যুক্তরাষ্ট্রকে এড়িয়ে চলছে ইউরোপীয় পর্যটকেরা

বিশ্ব পর্যটনের গতিপথ বদলাতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যেখানে নতুন করে বিনিয়োগ ও উদার নীতির মাধ্যমে আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করছে, ঠিক তখনই ইউরোপের পর্যটকরা নিরাপত্তা ও রাজনৈতিক জটিলতার কারণে যুক্তরাষ্ট্রকে ভ্রমণের তালিকা থেকে বাদ দিচ্ছেন।

ইউএইর লক্ষ্য ৪০ মিলিয়ন পর্যটক

ইউএই সরকার ২০৩১ সালের মধ্যে পর্যটন খাত থেকে ৪৫০ বিলিয়ন দিরহাম আয় করার লক্ষ্যে কাজ করছে। ইতোমধ্যে ২০২৩ সালে পর্যটন খাত থেকে দেশটির জিডিপিতে অবদান এসেছে ২২০ বিলিয়ন দিরহাম, যা মোট অর্থনীতির ১১.৭ শতাংশ। ২০২৪ সালে এই অবদান ২৩৬ বিলিয়ন দিরহামে উন্নীত হওয়ার কথা রয়েছে।

পর্যটকদের সুবিধার্থে নতুন করে ৩১টি হোটেল চালু হচ্ছে শুধু দুবাইতেই। পাশাপাশি জিসিসি দেশগুলোর মধ্যে ‘একক ভিসা’ চালুর উদ্যোগ এবং জিসিসি নাগরিকদের জন্য ইউএইতে ভিসামুক্ত ভ্রমণের পরিকল্পনা, দেশটিকে এক নতুন পর্যটন হাব হিসেবে গড়ে তুলছে।

যুক্তরাষ্ট্রে ভ্রমণ বিমুখতা বাড়ছে

অন্যদিকে ইউরোপীয় পর্যটকদের বড় একটি অংশ এখন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে আগ্রহ হারাচ্ছে। মূল কারণ হিসেবে উঠে এসেছে রাজনৈতিক অস্থিরতা, অভিবাসন নীতির কড়াকড়ি এবং নিরাপত্তা শঙ্কা।

একাধিক ইউরোপীয় নাগরিক যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় বিমানবন্দরে হয়রানি ও জিজ্ঞাসাবাদের শিকার হয়েছেন। কেউ কেউ আবার সামান্য ভুল বোঝাবুঝির কারণে আটকও হয়েছেন।

জার্মানি ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ এরই মধ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে।

পরিসংখ্যানে দেখা যায়, ২০২৫ সালের মার্চ মাসে যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে পর্যটক সংখ্যা কমেছে ১৪.৩ শতাংশ, জার্মানি থেকে ২৮.২ শতাংশ এবং স্পেন থেকে ২৪.৬ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিকভাবে নিরপেক্ষ, নিরাপদ এবং আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন দেশগুলো এখন পর্যটকদের নতুন পছন্দ হয়ে উঠছে। ইউএই সেই সুযোগটিকে কাজে লাগিয়ে একদিকে যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করছে, অন্যদিকে বৈশ্বিক পর্যটনে নিজেদের অবস্থান সুদৃঢ় করছে।

তথ্যসূত্র: গালফ নিউজ, খালিজ টাইমস ও অন্যান্য।

Logo