Logo
×

Follow Us

বাংলাদেশ

অস্ট্রেলিয়া ঢাকায় নতুন হোম অ্যাফেয়ার্স অফিস খুলবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১০:৫৩

অস্ট্রেলিয়া ঢাকায় নতুন হোম অ্যাফেয়ার্স অফিস খুলবে

বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কের অংশ হিসেবে অ্যালবানিজ লেবার সরকার ঢাকায় একটি নতুন হোম অ্যাফেয়ার্স অফিস প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে।

২৭ মার্চ ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিসটি সম্ভাব্য বাংলাদেশি অভিবাসীদের সহায়তা করবে এবং বাংলাদেশ সরকারের জন্য একটি কেন্দ্রীয় যোগাযোগের স্থান হিসেবে কাজ করবে, যাতে অভিবাসন ও সীমান্ত সংক্রান্ত বিষয়ে সহযোগিতা ও সম্পৃক্ততা বাড়ানো যায়।

গত সপ্তাহে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এবং বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর চৌধুরীর মধ্যে এক বৈঠকের পর বাংলাদেশ ও অস্ট্রেলিয়া একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) স্বাক্ষর করেছে। এর লক্ষ্য হলো সমুদ্রপথে অবৈধভাবে অস্ট্রেলিয়ায় যাওয়ার চেষ্টা করা বাংলাদেশিদের নিরাপদ ও দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করা।

বার্ক বলেন, “এটি নিরাপদ ও নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়ানো এবং অনিয়মিত অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে আমাদের যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন।”

নতুন অফিসটি বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের সহায়তা করবে, যাতে তারা অস্ট্রেলিয়ায় বৈধ ও নিয়মিত অভিবাসনের জন্য প্রয়োজনীয় ভিসা সংক্রান্ত ব্যাপক তথ্য পেতে পারে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র অনুযায়ী, বর্তমানে অস্ট্রেলিয়ায় ৬৫ হাজারের বেশি বাংলাদেশি বসবাস ও কাজ করছেন, যারা অস্ট্রেলিয়ার সমাজে মূল্যবান অবদান রাখছেন। তারা নিয়মিত রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এটি পারস্পরিক সুবিধার একটি সম্পর্ক।

বার্ক আরো বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে অস্ট্রেলিয়া এবং উভয় দেশই শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ অঞ্চল গঠনে আগ্রহী।

এমসি রিপোর্ট। 

Logo