২৯ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে নতুন ট্রাফিক আইন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৯:৪৮

২৯ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতের ড্রাইভারদের জন্য ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে, কারণ দেশটির নতুন ট্রাফিক আইন কার্যকর হচ্ছে।
সংশোধিত আইনে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে রয়েছে গাড়ি চালানোর ন্যূনতম বয়স কমানো এবং হিট-এন্ড-রানের ঘটনা এবং মদ্যপানের করে গাড়ি চালানোর মতো গুরুতর অপরাধের জন্য কঠোর শাস্তি।
চালকদের যে মূল জরিমানা এবং নিয়মগুলো সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন, তার একটি বিশদ বিবরণ দেওয়া হলো।
১. গাড়ি চালানোর ন্যূনতম বয়স কমানো হয়েছে
সংযুক্ত আরব আমিরাতের ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনের ন্যূনতম বয়স কমিয়ে ১৭ বছর করা হয়েছে ।
২. কখন চালকদের গ্রেপ্তার করা যেতে পারে
সংযুক্ত আরব আমিরাতের নতুন ট্রাফিক আইনে কর্তৃপক্ষ নিম্নলিখিত গুরুতর ক্ষেত্রে চালকদের গ্রেপ্তার করতে পারে-
মৃত্যু বা আঘাতের কারণ: যদি কোনো চালক গাড়ি চালানোর সময় মারাত্মক দুর্ঘটনা ঘটায় বা কাউকে আহত করে।
গুরুতর সম্পত্তির ক্ষতি: যদি চালক সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি করে।
বেপরোয়াভাবে গাড়ি চালানো: জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বিপজ্জনক বা দায়িত্বজ্ঞানহীনভাবে গাড়ি চালানো।
মদ্যপান করে গাড়ি চালানো: অ্যালকোহল, মদ খেয়ে গাড়ি চালানোর সময় ধরা পড়া।
পরিচয়পত্র প্রদানে অস্বীকৃতি: গুরুতর অপরাধ করার পরে বা মিথ্যা তথ্য দিয়ে বা পরে নাম, ঠিকানা বা সরকারি পরিচয়পত্র প্রদানে ব্যর্থ হওয়া।
৩. না জানিয়ে বিদেশি লাইসেন্স নিয়ে গাড়ি চালানো
সংযুক্ত আরব আমিরাতে পুলিশ বা কর্তৃপক্ষকে না জানিয়ে বিদেশি লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর জন্য নিম্নলিখিত শাস্তি প্রযোজ্য-
প্রথম অপরাধ: ২ হাজার দিরহাম থেকে ১০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানা।
পুনরায় অপরাধ: কমপক্ষে তিন মাসের কারাদণ্ড অথবা ৫ হাজার দিরহাম থেকে ৫০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানা।
৪. পুলিশকে তথ্য প্রদানে ব্যর্থতা
যারা পুলিশ স্টপেজে তাদের নাম, ঠিকানা প্রদান করতে অস্বীকার করে, বা মিথ্যা তথ্য দেবে তাদের জন্য:
তিন মাস পর্যন্ত কারাদণ্ড।
১০ হাজার দিরহাম থেকে ২০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানা, অথবা উভয় জরিমানা।
৫. মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য কঠোর শাস্তি
মদ্যপ অবস্থায় গাড়ি চালালে বিপুল জরিমানা করা হবে যেমন
২০ হাজার দিরহাম থেকে ১ লাাখ দিরহাম পর্যন্ত জরিমানা।
লাইসেন্স স্থগিতের শাস্তি:
প্রথম অপরাধ: তিন মাসের জন্য স্থগিতাদেশ।
দ্বিতীয় অপরাধ: ছয় মাসের জন্য স্থগিতাদেশ।
তৃতীয় অপরাধ: লাইসেন্স বাতিল।
মাদকাসক্ত অবস্থায় মারাত্মক দুর্ঘটনা:
যদি কোনো চালক নেশাগ্রস্ত অবস্থায় বা মাদকাসক্ত অবস্থায় মারাত্মক দুর্ঘটনা ঘটান, তাহলে তাদের নিম্নলিখিত শাস্তি হতে পারে:
কমপক্ষে এক বছরের কারাদণ্ড।
কমপক্ষে ১ লাখ দিরহাম জরিমানা।
৬. স্থগিতাদেশ লাইসেন্স নিয়ে গাড়ি চালানো
স্থগিতাদেশ লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর জন্য চালকরা ধরা পড়তে পারে:
তিন মাস পর্যন্ত কারাদণ্ড।
কমপক্ষে ১০ হাজার দিরহাম জরিমানা, অথবা উভয় দণ্ড।
৭. জেওয়াকিংয়ের জন্য কঠোর শাস্তি
অনুপযুক্তভাবে রাস্তা পার হওয়ার ফলে গুরুতর শাস্তি হতে পারে-
সাধারণ জেওয়াকিংয়ের জরিমানা: ৫ হাজার দিরহাম থেকে ১০ হাজার দিরহাম এবং/অথবা কারাদণ্ড যদি এই কাজের ফলে ট্র্যাফিক দুর্ঘটনা ঘটে।
দ্রুতগতির রাস্তা (৮০ কিলোমিটার/ঘণ্টা বা তার বেশি): সর্বনিম্ন তিন মাসের জেল এবং/অথবা সর্বনিম্ন ১০ হাজার দিরহাম জরিমানা।
৮. দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার ঘটনা
তথ্য প্রদান না করে দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার শাস্তি হলো
এক বছর পর্যন্ত কারাদণ্ড।
৫০ হাজার দিরহাম থেকে ১ লাখ দিরহাম জরিমানা অথবা উভয় দণ্ড।
যেসব ক্ষেত্রে অবহেলার ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটে, সেসব ক্ষেত্রে শাস্তির মধ্যে রয়েছে:
কারাদণ্ড এবং/অথবা সর্বনিম্ন ৫০ হাজার দিরহাম জরিমানা।
তথ্যসূত্র: আকাশযাত্রা