Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে এপ্রিল মাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১১:২৪

সৌদি আরবে এপ্রিল মাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা

সৌদি আরবে এ বছর এপ্রিল মাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা বছরের সবচেয়ে বৃষ্টিবহুল মাস হবে বলে জানিয়েছেন দেশটির এক আবহাওয়াবিদ। সৌদি আবহাওয়া কেন্দ্রের বিশ্লেষক আকীল আল আকীল বলেন, "দেশজুড়ে বসন্তকালেই বৃষ্টিপাতের শীর্ষ সময় এবং এর মধ্যে এপ্রিল মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়।"

সৌদি টিভি চ্যানেল আল ইখবারিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জলবায়ু তথ্য অনুযায়ী এ মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির ও আল বাহা, পাশাপাশি পশ্চিমাঞ্চলের মক্কা ও তাইফ অঞ্চলে।

তিনি আরো জানান, স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, বজ্রঝড়ের একটি বেল্ট বা মেঘের সারি গঠিত হচ্ছে, ফলে আগামী কয়েক দিনে মক্কা, আল বাহা, আসির ও তাইফের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

মঙ্গলবারের আবহাওয়া প্রতিবেদনে এনসিএম পূর্বাভাস দিয়েছে যে মদিনা, হায়েল, তাবুক, আল জওফ ও নর্দার্ন বর্ডারস অঞ্চলে বজ্রঝড়, শিলাবৃষ্টি এবং ধুলিঝড়ের প্রবল বাতাস বয়ে যেতে পারে।

সূত্র: গালফ নিউজ

Logo