অবৈধ অভিবাসীরা সামান্য অপরাধ করলেই যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১০:২৬

ছোটখাটো অপরাধে অভিযুক্ত হলেই আমেরিকার
অনথিভুক্ত অভিবাসীদের নির্বাসনে দেয়া হবে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস
গত ৭ জানুয়ারি এমন একটি বিল পাস করেছে। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ এই বিলটি নবনির্বাচিত
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্তে কঠোর নীতি কার্যকরের প্রতিশ্রুতি পূরণের প্রথম
পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
পাস হওয়া এ বিলটি ৪৮ জন ডেমোক্র্যাট এবং
সব রিপাবলিকানের সমর্থন পেয়েছে। এটি সিনেটেও উভয়পক্ষীয় সমর্থন পেয়েছে শুক্রবার
তা আলোচনায় উঠে। বিলটির নামকরণ করা হয়েছে ল্যাকেন রিলি। যিনি জর্জিয়ায় একজন অবৈধ
অভিবাসীর হাতে নিহত হন।
বিলটি অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থাগুলোকে
(আইসিই) নির্দেশ দেবে যে, চুরি, ডাকাতি বা লুটপাটের মতো অভিযোগে অভিযুক্ত অভিবাসীদের
আটক রাখতে হবে এবং নির্বাসনের জন্য যোগ্য ঘোষণা করতে হবে। এটি এমন অভিবাসীদের লক্ষ্য
করছে যারা ছোটখাটো অপরাধ করে সমাজে ঝুঁকি তৈরি করে।
বিলটি আরও একটি বিধান যুক্ত করেছে যা রাজ্যের
অ্যাটর্নি জেনারেলদের মার্কিন অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে মামলা করার অধিকার দেবে,
যদি অবৈধভাবে প্রবেশ করা অভিবাসী অপরাধে লিপ্ত হন এবং সমাজে ক্ষতি করেন।
রিপাবলিকান প্রতিনিধি মাইক কলিন্স বলেন,
‘আইসিই এই ধরনের
অপরাধীদের আটক রাখতে এবং নির্বাসন করতে অক্ষম। আমাদের এসব অপরাধীকে রাস্তায় থেকে সরাতে
হবে।’
অন্যদিকে, ডেমোক্র্যাটরা বিলটির সমালোচনা
করেছেন। প্রতিনিধি প্রমিলা জয়াপাল বলেন, ‘মানুষ আদালতে
তাদের বক্তব্য উপস্থাপনের সুযোগ পাওয়ার অধিকার রাখে। সবাইকে অপরাধী হিসেবে ধরে নেওয়া
উচিত নয়।’
বিলটি পাস হওয়ার পর অভিবাসন নীতির ক্ষেত্রে
নতুন আলোচনা তৈরি হয়েছে। রিপাবলিকানরা বলছেন, এটি একটি জরুরি পদক্ষেপ। তবে, ডেমোক্র্যাটরা
এর আইনি এবং মানবিক দিক নিয়ে প্রশ্ন তুলেছেন।
এই বিলের পরিণতি কী হতে পারে এবং এটি কতটা
কার্যকর হবে, তা দেখার বিষয়।
তথ্যসূত্র: দৈনিক যুগান্তর – ১২.০১.২০২৫