Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

ট্রাম্পের শপথের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রমুখী অভিবাসীদের ঢল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:৫৪

ট্রাম্পের শপথের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রমুখী অভিবাসীদের ঢল

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্র অভিমুখে ঢল নেমেছে অভিবাসীদের। মেক্সিকো থেকে শত শত অভিবাসনপ্রত্যাশী যুক্তরাষ্ট্র সীমান্তের উদ্দেশ্যে রওনা হয়েছেন। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না থাকলে তাদেরকে ফেরত পাঠানো হবেনা বলে আশাবাদ তাদের।

১২ জানুয়ারি মেক্সিকোর তাপাচুলা শহর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন বহু অভিবাসী। তাদের দাবি সংঘবদ্ধ অপরাধ, হুমকি ও চাঁদাবাজি থেকে রেহাই পেতে মার্কিন সীমান্তের দিকে যাচ্ছেন তারা।

একজন অভিবাসনপ্রত্যাশী বলেন, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি অর্থনৈতিক শক্তি হিসেবে টিকিয়ে রেখেছি। এটিকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্য বানিয়েছি। তাই চিন্তা করবেন না ডোনাল্ড ট্রাম্প, আমরা পরিশ্রমী মানুষ, দক্ষ শ্রমিক।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার আগে অভিবাসীদের দেশটিতে প্রবেশের বিষয়ে অভিবাসন নীতি আরোপ করা সত্ত্বেও মেক্সিকো থেকে আসা অপেক্ষমাণ অভিবাসীরা আশাবাদী। তাদের মতে, কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না থাকলে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাধা দেবেনা ট্রাম্প। এমনকি কোনো বেআইনি কাজ না করলে তাদেরকে ফেরত পাঠানো হবে না।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। তার শপথ ঘিরে গেল কয়েক সপ্তাহ ধরেই মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে ভীড় করছেন শত শত অভিবাসী।

তথ্যসূত্র: সময় অনলাইন ১৩.০১.২০২৫

Logo