ট্রাম্পের শপথ
কারা থাকছেন আর কারা থাকছেন না!

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১১:৩১

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণ করবেন। তার এই শপথগ্রহণ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং আমন্ত্রণ পেলেও বাদ পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে ভারত জুড়ে হইচই শুরু হয়েছে।
ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় ওপরের সারিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইর নাম রয়েছে।এছাড়াও শপথে দাওয়াত পেয়েছেন এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ার মিলেই, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারো, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। এর মধ্যে মিলেই এক মাস আগেই নিশ্চিত করেছেন, তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসাকারী
হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবান আমন্ত্রণ পেলেও অরবানের কার্যালয় থেকে
হাঙ্গেরির সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, তিনি ওই অনুষ্ঠানে থাকতে পারছেন না।
এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম
জয়শঙ্কর বলেছেন, তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে ট্রাম্পকে ‘বন্ধু’ সম্বোধনকারী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি।১৭ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর
জয়সোয়াল বিষয়টি এড়িয়ে যান।
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে কারা কারা আমন্ত্রণ
পাননি, সে তথ্যও প্রকাশ হতে শুরু করেছে। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট
উরসুলা ভনডার লেন আমন্ত্রণ পাননি। তার মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওয়াশিংটনে
নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের দূত জোভিতা নেলিউপসিয়েন ক্যাপিটলের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে তিনবারের
প্রার্থী ও কট্টর ডানপন্থী নেত্রী মেরিন লা পেনকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ
জানানো হয়নি। পেনের শিষ্য জর্দান বারদেলাও আমন্ত্রণ পাননি। তাদের দলের এক কর্মকর্তা
বিষয়টি নিশ্চিত করেছেন।
তথ্যসূত্র: চ্যানেল টুয়েন্টিফোর – ১৭.০১.২০২৫