আমেরিকার নতুন সরকারের সঙ্গে কোন দুরত্ব নেই: পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৬:৪০

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন আগামী ২০ জানুয়ারি। এরমধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে মযুক্তরাষ্ট্রের নতুন সরকারের কোনো দূরত্ব সৃষ্টি হবে কিনা তা নিয়ে চলছে আলোচনা। তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন দুই দেশের সম্পর্ক কোনো হোঁচট খাবে না।
১৫ জানুয়ারি বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে
এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এমন্ত মন্তব্য করেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র
বা এ ধরনের বড় দেশের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেটি সরকারকেন্দ্রিক নয়। নতুন সরকার
যখন আসবে তখন তাদের বক্তব্য থাকতে পারে। সেগুলো আমরা দেখবো এবং তখন বিষয়গুলো বিবেচনা
করা যাবে।’
তিনি আরও বলেন, চীন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ
সব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সরকার কেন্দ্রিক নয়। কাজেই দীর্ঘমেয়াদি সম্পর্ক
পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এগিয়ে নেয়া হবে।
এছাড়া আগামী ২০ জানুয়ারি নিজের চীন সফর
নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সফরে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অনেক বিষয়ে আলোচনা
হবে। চীন থেকে নেয়া বিভিন্ন ঋণের সুদ কমানো ও মেয়াদ বৃদ্ধির বিষয়ে কথা বলবো। কোটা
সুবিধা বজায় রাখার বিষয়ে আলাপ রাখবো। বাজেট সহায়তা নিয়েও কথা হবে। এছাড়া বিভিন্ন
প্রকল্পে সহায়তার বিষয়ে আলোচনা করবো।‘
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে
পাঁচ বিলিয়ন ডলারের যে চুক্তি চীনের সঙ্গে হয়েছিল তা বহাল রাখার বিষয়ে আলোচনার কথাও
জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।
তথ্যসূত্র: সময় অনলাইন – ১৫.০১.২০২৫