Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

ট্রাম্পের শপথ

অনুষ্ঠানে কী কী হতে যাচ্ছে…

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৭:৩৯

অনুষ্ঠানে কী কী হতে যাচ্ছে…

২০ জানুয়ারী দুপুর বারোটায় হতে যাচ্ছে ট্রাম্পের শপথ অনুষ্ঠান। এই উপলক্ষে ২ লাখ ২০ হাজার টিকেট বিতরণ করা হয়েছে। তবে আয়োজক কমিটির ধারনা, আগত মানুষের সংখ‍্যা আড়াই লাখ ছাড়িয়ে যাবে। মার্কিন সংবিধান অনুসারে, নতুন রাষ্ট্রপতির মেয়াদ ২০ জানুয়ারী, দুপুর বারোটায় থেকে শুরু হয়। তবে দিনটি যদি রবিবার পড়ে তাহলে তা পরের দিন থেকে শুরু হয়।

যুক্তরাষ্ট্রের ক‍্যাপিটল হিলের সামনে, শপথ নেবেন ডোনাল্ড টাম্প। তাঁর শপথ পরিচালনা করবেন, মার্কিন সুপ্রিম কোর্টের চীফ জাস্টিস জন রবার্টস্। শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ক‍্যাপিটল হিল ভবনের দৃষ্টি নন্দন ওয়েস্ট লনের অস্থায়ী প্ল‍্যাটফর্মে। 

ট্রাম্পের শপথ অনুষ্ঠানকে ঘিরে ওয়াশিংটন ডিসিকে প্রস্তুত করার কাজ শেষ। অনুষ্ঠানে সাবেক মার্কিন প্রেসিডেন্টদের মধ‍্যে থাকবেন, বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা।এযাবৎ নির্বাচনে ট্রাম্প যেসব নারী ক‍্যান্ডিডেটদের হারিয়েছেন, সেই কামালা হ‍্যারিস, এমনকি হিলারী ক্লিনটনও থাকবেন শপথ অনুষ্ঠানে।তবে থাকছেন না, মিশেল ওবামা। স্বস্ত্রীক উপস্থিত থাকবেন জো বাইডেনও। 

মার্কিন সংবাদমাধ‍্যমগুলো জানাচ্ছে, ট্রাম্পের শপথে ভিআইপি হিসেবে থাকবেন টেক মোঘলরা যেমন, ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ, এমনকি  টিকটক প্রধান শো চিউও। 

রীতি অনুযায়ী, শপথের পর নতুন রাষ্ট্রপতি, একটি ভাষণও দেবেন যেখানে তিনি তাঁর চার বছরের শাসনামলে ভবিষৎ পরিকল্পনা মার্কিন জনগণকে জনাবেন। ট্রাম্পের শপথের পর, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ‍্যান্সও শপথ নেবেন। 

সাধারণত মার্কিন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে ভিনদেশী রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের  নিমন্ত্রণ জানানো হয় না তবে এবারের ট্রাম্পের এই আয়োজনে, বিভিন্ন দেশের দক্ষিণপন্থি সরকার প্রধান যেমন ইটালির জর্জিয়া মেলোনি, হাঙ্গেরির ভিক্টর অরবান, আর্জেন্টিনার হাবিয়ার মিলেই থাকবেন শপথ অনুষ্ঠানে। চীনের প্রেসিডেন্ট শি চিন পিন দাওয়াত পেলেও, তার বদলে থাকবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী অং ই।উপস্থিত থাকবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, এস জয়শংকরও।  

অনুষ্ঠানে ফেমড কান্ট্রি সিঙ্গার ক‍্যারি আন্ডারউড গাইবেন ‘এ‍্যামেরিকা দ‍্য বিউটিফুল’ গানটি। আর কান্ট্রি সিঙ্গার লি গ্রিনউড, ‘গড ব্লেস দ‍্য ইউএসএ’ গানটি গাইবান কথা রয়েছে। 

মাইগ্রেশন কনসার্ন রিপোর্ট

Logo