Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

ট্রাম্পের শপথ

ইতিহাসের বড় নির্বাসন কার্যক্রম শুরু করতে পারেন ট্রাম্প

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৭:৫০

ইতিহাসের বড় নির্বাসন কার্যক্রম শুরু করতে পারেন ট্রাম্প

ইতিহাসের বড় নির্বাসন কার্যক্রম শুরু করতে পারেন ট্রাম্প 


ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই এমন কিছু করবেন যা সবাইকে চমকে দেবে। সেনই চমক দেখার অপেক্ষায় মার্কিনীরা। একই সাথে সারা বিশ্বের মানুষ। সোমবার ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই তিনি একাধিক নির্বাহী আদেশ জারি করবেন বলে আশা করা হচ্ছে। খবর বিবিসি'র।


তিনি ইঙ্গিত দিয়েছেন, এসব আদেশে অবৈধ অভিবাসন, জলবায়ু নীতিমালা, বৈচিত্র্য নীতি, গোপন নথি সংক্রান্ত বিষয়সহ আরও নানা ইস্যু অন্তর্ভুক্ত থাকবে।


ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের ইতিহাসের "সবচেয়ে বড় নির্বাসন কার্যক্রম" শুরু করবেন। যার ফলে দুশ্চিন্তায় পড়বেন, এক কোটিরও বেশি অনথিভুক্ত অভিবাসী। 


ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, তিনি জাতীয় সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন এবং দক্ষিণ সীমান্ত রক্ষায় সামরিক বাহিনী নিয়োগ দিতে পারেন।


তিনি তার প্রথম মেয়াদের "মেক্সিকোতে থাকো" নীতি আবার চালু করতে পারেন। নীতির অধীনে, মেক্সিকান নয় এরকম প্রায় প্রায় ৭০ হাজার আশ্রয়প্রার্থীকে বিচারিক শুনানির জন্য মেক্সিকোতে পাঠানো হয়েছিল।

জন্মসূত্রে নাগরিকত্বের অবসান ঘটাতে পারেন ট্রাম্প।তবে এটি শুধু নির্বাহী আদেশ দিয়ে করা সম্ভব নয়, কারণ জন্মসূত্রে নাগরিকত্ব মার্কিন সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।


ইউক্রেন যুদ্ধ: 


নির্বাচনি প্রচারণায় ট্রাম্প দাবি করেছিলেন, তিনি প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনেই ইউক্রেন সংঘাতের অবসান ঘটাবেন। তবে পরে বলেছেন, হয়ত ছয় মাস সময় লাগবে। তার প্রথম দিনগুলোতে এই যুদ্ধ নিয়ে তিনি কী করবেন, তা এখনো পরিষ্কার নয়।


টিকটক: 

রোববার সকালে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি একটি নির্বাহী আদেশ জারি করবেন, যা চীনা মালিকানাধীন সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম টিকটকের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করার আইনের প্রয়োগ স্থগিত করবে।তিনি বলেছেন, এই আদেশ টিকটকের জন্য সময় তৈরি করবে, যাতে তারা কোনো মার্কিন অংশীদারকে কোম্পানির ৫০ শতাংশ শেয়ার বিক্রি করতে পারে।

আগে ট্রাম্প টিকটকের ওপর নিষেধাজ্ঞাকে সমর্থন করেছিলেন। তবে সম্প্রতি তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন।

তার দাবি, গত প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় তার ভিডিওগুলো টিকটকে যে বিলিয়ন ভিউ পেয়েছিল, সেটি তার এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।

এসব ছাড়াও, মাদক সংগঠনগুলোকে নিয়ন্ত্রণ, জো বাইডেনের জলবায়ু নীতি বাতিল, বৈচিত্র্য লিঙ্গনীতি, কিউবা ভেনেজুয়েলা নিয়ে তার সরকার সিদ্ধান্ত ও গর্ভপাত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে পারেন। 


২০/১//২০২৫


Logo