আমেরিকায় সাঁড়াশি অভিযান
ঝুঁকিতে ভারত ও বাংলাদেশীরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৬:৪১

আমেরিকায় বাস করেন কিন্তু ঠিকঠাক কাগজপত্র নেই এমন মানুষের সংখ্যা সরকারি হিসেবে এক কোটি ৪০ লাখ। কিন্তু সরকারি খাতার বাইরে এই সংখ্যা দুই থেকে আড়াই কোটি হতে পারে বলে মনে করে ট্রাম্প প্রশাসন। যাদের মধ্যে উপমহাদেশের সবচেয়ে বেশি অনথিভুক্ত মানুষ ভারতের। কিন্তু সেই সংখ্যা কত?
গবেষণা সংস্থা পিউ রিসার্চের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, অনথিভুক্ত ৭ লাখ ২৫ হাজার ভারতীয়। ট্রাম্পের আগে, জো বাইডেন, জর্জ বুশ, বারাক ওবামার জামানায় অভিবাসীদের বিষয়ে মার্কিন নীতি ছিলো উদার। ফলে, হুরহুর করে মার্কিন দেশে গিয়ে জীবনের নতুন স্বপ্ন বুনতে বাধার পড়তে হয়নি অনেকে। কিন্ত ট্রাম্পের দ্বিতীয় জামানায় অভিবাসীরা যেন পার হচ্ছেন পুলসিরাতের মতো পথ।
ট্রাম্পের সাথে মোদির সম্পর্ক যতই মধুর থাকুক না কেন, অভিবাসী নীতিতে অটল ট্রাম্প সরকার, ভারত বা মেক্সিকো কাউকেই বাছ বিচার করতে চাইছে না। ফলে, চিন্তার ভাঁজ, দুশ্চিন্তার ঘাম চিকচিক করছে মোদি সরকারের কপালে। কিন্তু কী সেই দুশ্চিন্তা?
ভারতের সংবাদ মাধ্যম আজতাকের খবর বলছে, আমেরিকায় ৭লাখ ২৫ হাজার অবৈধ ভারতীয় আছেন। তাদের মধ্যে প্রায় ১৮ হাজার ভারতীয়র বৈধ কোন কাগজপত্র নাই। ট্রাম্প প্রশাসন যে কোন সময় তাদের বের করে দিতে পারে। যাদের ওপর কড়া নজর রাখছে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট বা আইসের এজেন্টরা। এর মধ্যে, ২,৪৬৭জন ভারতীয়কে রাখা হয়েছে মার্কিন ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পে। দিল্লির দুশ্চিন্তা ট্রাম্প প্রশাসন যদি অভিবাসন নীতিতে অটল থাকেন তাহলে যেকোন সময় এসব ভারতীয়দের ডিপোর্ট করা হতে পারে। তবে এসব কী কেবলই ভারতের দুশ্চিন্তা?
আমেরিকার জনসংখ্যা ৩৪কোটি, এর মধ্যে অপরাধমূলক কাজের রেকর্ড আছে সাড়ে ছয় লাখেরও বেশি জনের বিরুদ্ধে। এর বাইরে ১৪লাখ এমন ব্যাক্তি আছেন যাদের ইতোমধ্যে দেশটি থেকে চলে যাবার আদেশ পেয়েছেন। লাখ লাখ সেই সব মানুষ পৃথিবীর নানান দেশ থেকে গিয়েছিলেন উন্নত জীবনের আশায় গিয়েছিলেন মার্কিন দেশে।ফলে, দুশ্চিন্তা ছড়াচ্ছে দেশে দেশে। কিন্তু বাংলাদেশের প্রবাসীদের কী কোনো দুশ্চিন্তার কারণ আছে?
বিবিসি বাংলার এক প্রতিবেদন জানানো হয়েছিলো, আমেরিকায় থাকেন, এক লাখেরও বেশি অবৈধ ও অনথিভুক্ত প্রবাসী বাংলাদেশী।ট্রাম্পের শপথের পর, চার বাংলাদেশী ছাড়াও, ৫শতাধিক গ্রেফতারের খবর জানা গেছে। নানান রাজ্যে আইসের এজেন্টরা চালাচ্ছেন সাঁড়াশি অভিযান। কিন্তু কত বাংলাদেশী আছেন ডিপোর্টেশনের তালিকায়?
অবৈধ ভারতীয়দের খবর জানা গেলেও, অনথিভুক্ত বাংলাদেশীদের পূর্ণাঙ্গ তালিকা জানা যাচ্ছে না। জানা যাচ্ছে কতজন বাংলাদেশীকে বহিষ্কার করা হবে তারও তালিকা জানা যাচ্ছে না। তবে দেশী বিদেশী গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আইসের ঝড়ো অভিযানে আতংক ভর করেছে প্রবাসী বাংলাদেশীদের মাঝে। নিউইয়র্কের বাংলাদেশীদের জমজমাট আড্ডার জায়গায় জ্যাকসন হাইটস্ বা জ্যামাইকায় হোটেল রেস্তোরাগুলো বিরান হয়ে পড়েছে।
ডেস্ক রিপোর্ট, মাইগ্রেশন কনসার্ন
২৬/০১/২০২৫