Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

এবার প্রায় ৫ লক্ষ অভিবাসীকে ফেরত পাঠানোর ঘোষণা কানাডার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ২০:৪৯

এবার প্রায় ৫ লক্ষ অভিবাসীকে ফেরত পাঠানোর ঘোষণা কানাডার

কানাডায় বসবাসরত অভিবাসীদের নিজ দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন।

কানাডায় বসবাসরত অভিবাসীদের নিজ দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। তবে এর মধ্যে ২৯ হাজার ৭৩১ জন নিখোঁজ বা কানাডা ছেড়ে অন্য কোন দেশে চলে যাওয়ার কথা জানিয়েছে সিবিএসএ।

দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি-সিবিএসএ জানিয়েছে, কানাডায় ৪ লাখ ৫৭ হাজার ৬৪৬ জন অবৈধ অভিবাসী প্রত্যাশী রয়েছে। তাদের নিজ দেশে ফেরত পাঠাতে পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

তথ্য অনুযায়ী, আগামী দুই বছরে প্রায় আড়াই মিলিয়ন বা দুই দশমিক চার মিলিয়ন মানুষের ভিসার মেয়াদ শেষ হতে যাচ্ছে। এদের অনেকেই ভিজিটর ভিসা, ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসায় এদেশে এসেছেন।

তবে, কানাডা সরকার মনে করছে যারা বিভিন্ন মেয়াদে বিভিন্ন ভিসায় দেশটিতে এসেছেন, স্বেচ্ছায় আবার তারা ফিরে যাবেন।


তথ্যসূত্র: চ্যানেল আই অনলাইন – ১৪.১২.২০২৪ 

Logo