Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কানাডার চিঠি

কানাডা যাওয়ার সহজ উপায়

Icon

ওযায়ের ইবনে ওমর

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১০:০০

কানাডা যাওয়ার সহজ উপায়

কানাডায় কোন স্বল্প শিক্ষিত মানুষের যাওয়ার সুযোগ নেই। এই ধারণাটা কিন্তু একেবারেই ভুল। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ, বিশেষ করে তৃতীয় বিশ্বের অনেক দেশের মানুষ ইন্টারমেডিয়েট পাশ করেই কানাডায় অভিভাসনের সুযোগ নিয়ে সফল হয়েছে; এমন মানুষের সংখ্যা অগনিত।

শুনতে অবিশ্বস্য মনে হলেও এটাই সত্যি! তবে এই বাস্তবতা আমাদের দেশের মানুষের জন্য নয়। কারণ আমাদের দেশের স্বল্প শিক্ষিত এমনকি উচ্চ শিক্ষিত লোকেরাও ইংরেজি ঠিকঠাক মতো বলতে এবং বুঝতে পারে না। আর এটাই কানাডার অভিবাসনের সুযোগ নেয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা।

কানাডায় অনেক চাকরী আছে যার চাহিদা এদেশের জনশক্তি দিয়ে পূরণ করা সম্ভব হয় না। এজন্য জব ভিসায় এরা বিদেশ থেকে লোক নেয়। এমনই একটি খাত কেয়ার গিভার বা সেবাদাতা যা সম্প্রতি বন্ধ করে দেয়া হয়েছে।

কানাডায় শিশু, বৃদ্ধ কিংবা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের দৈনন্দিন জীবন যাপনে সাহায্য করার জন্য প্রচুর জনবলের চাহিদা তৈরি হয়েছে করোনা মহামারির পর। এই চাহিদা পূরণে কানাডা সরকার বিদেশ কেয়ার গিভারখাতে কর্মী আনতে একটি পাইলট প্রকল্প চালু করে।

এই প্রকল্পের আওতায় কানাডায় চাকরী ও ভিসা পাওয়ার শর্ত ছিলো কেয়ারগিভার প্রশিক্ষণ সার্টিফিকেট, আর একটা চাকরীর অফার লেটার। পাশাপাশি ইংরেজি ভাষায় কথা বলার নূন্যতম যোগ্যতার সনদ। এই পেশায় কানাডায় আসার সবচেয়ে বড় প্রাপ্তি ছিলো; কেয়ার গিভার ভিসায় এসে কানাডায় এসে এক বছর কাজ করলেই মিলত স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ।

কিন্তু এই সুযোগটা কী সব দেশের মানুষ নিতে পেরেছে? উত্তর না। এই সুযোগ সবচেয়ে বেশি কাজে লাগাতে পেরেছে যে দেশের মানুষ, তার নাম ফিলিপিন্স। কেন? কারণ সেদেশে এইখাতে কর্মী তৈরির সনদপ্রাপ্ত প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এছাড়া ফিলিপিনোরা কমবেশি সবাই ইংরেজি ভাষায় পটু। তাই গত তিন বছরে তারা এই খাতে কানাডায় স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ লুফে নিয়েছে।

এখন প্রশ্ন আসে, আমরা কেন ফিলিপিনো বা ভারতীয়দের মতো কানাডার মতো উন্নত দেশগুলোর চাকুরী এবং অভিভাসনের সুযোগ নিতে পারিরনা? আমাদের ঘাটতিটা কোথায়? আমাদের দেশ ভরে গেছে বিশ্ববিদ্যালয়ে। অথচ আমাদের দরকার ছিলো কানাডাসহ যেসব দেশ স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে দক্ষ কর্মী নেয়; এমন বিশ্বমানের প্রশিক্ষণ কেন্ত্র গড়ে তোলা। আর ইংরেজি ভাষা চর্চার ক্ষেত্র তৈরি করা।  

বর্তমানে কানাডা বিদেশী শ্রমিক বা জনবল আনার সংখ্যা কমিয়ে দিয়েছে। কিন্তু তাই বলে যারা কানাডায় আসতে চান তাদের বসে থাকার সুযোগ নেই। এখন সময় নিজেকে প্রস্তুত করার। কারণ কয়েক বছর পরে আবার যখন এদেশে জনবলের ঘাটতি দেখা দেবে তখন এখানে চলে আসার সুযোগ অনেকগুন বেড়ে যাবে।

তাই আমার পরামর্শ হলো, স্বাস্থ্য সেবাখাতে যে কোন পেশায় নিজেকে প্রস্তুত করুন। সেটা হতে পারে কেয়ারগিভার, নার্স, কায়রোপেক্টর কিম্বা মেডিকেল টেকনোলজি। ডাক্তারদের কথা বলছি না। কারণ, তাদের হিসাব আলাদা।

নিজ দেশে কিম্বা আশপাশের কোন দেশে যেখানে এ ধরণের মান সম্পন্ন প্রতিষ্ঠান রয়েছে সেখানে কোর্স করুন। বাংলার মতোই ইংরেজিতে সাবলিলভাবে কথা বলা এবং শুনে বা পড়ে তা বোঝার যোগ্যতা অর্জন করুন। আর কোন এজেন্সিতে ধর্ণা না দিয়ে ইমিগ্রেট টু কানাডা নামের কানাডার সরকারী ওয়েব সাইটে প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা সময় ব্যয় করুন। তাহলে আজ না হলেও, কাল আপনার পাসপোর্টে কানাডার ভিসা লাগবেই।

কানাডা থেকে ওযায়ের ইবনে ওমর: ওযায়ের ইবনে ওমর প্রবাসী সাংবাদিক। বর্তমানে তিনি কানাডায় থাকেন। দেশে অবস্থানকালে তিনি বেসরকারি টেলিভিশন এনটিভির সিনিয়র করেসপনডেন্ট ছিলেন। 

Logo