Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কানাডার কোন প্রদেশে কেমন আবহাওয়া, কত বেতন?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৭:১১

কানাডার কোন প্রদেশে কেমন আবহাওয়া, কত বেতন?

কানাডা দেশটি কেমন, কোন অঞ্চলে কিধরণের কাজের সুযোগ আছে এমন প্রশ্ন সব অভিবাসন প্রত্যাশী বাংলাদেশির মনেই কমবেশী থাকে। বেশীরভাগ মানুষই মনে করে কানাডা মানেই টরন্টো, মন্ট্রিল, অটোয়া শহরে থাকা। আসলে তা নয়, কানাডা একটি বিশাল দেশ, যা ১০টি প্রদেশ এবং ৩টি অঞ্চল নিয়ে গঠিত। প্রতিটি প্রদেশ ও অঞ্চলের নিজস্ব আবহাওয়া, কাজের সুযোগ, অভিবাসী কর্মীদের চাহিদা এবং বেতনের কাঠামো রয়েছে।

কানাডা যাবার আগে দেশটির বিভিন্ন অঞ্চল সম্পর্কের ধারণা নিয়ে যাওয়া ভালো।

অন্টারিও: এটি কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশ; টরন্টো ও অটোয়া এখানে অবস্থিত।

কুইবেক: কুইবেক হলো পূর্ব কানাডার সবচেয়ে বড় অঙ্গরাজ্য। ফরাসি ভাষাভাষী প্রধান প্রদেশ; মন্ট্রিয়েল ও কুইবেক সিটি এখানে অবস্থিত।

ব্রিটিশ কলাম্বিয়া:  কানাডার সবচেয়ে পশ্চিমের প্রদেশ; অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চল, ভ্যাঙ্কুভার শহরটি এখানে।

আলবার্টা: এটিও পশ্চিম কানাডায় বৃটিশ কলাম্বিয়ার পূর্বপাশে অবস্থিত প্রেইরি প্রদেশ; ক্যালগারি ও এডমন্টন শহর দুটি এখানে।

ম্যানিটোবা: মধ্য কানাডায় অবস্থিত, অন্টারিওর পার্শবর্তী প্রেইরি প্রদেশ; উইনিপেগ শহরটি এখানে।

সাসকাচুয়ান: এটি আলবার্টা আর ম্যানিটোবার মধ্যবর্তী প্রেইরি প্রদেশ; রেজাইনা ও সাসকাটুন শহর দুটি এখানে।

নোভা স্কশিয়া: আটলান্টিক মহাসাগরে অবস্থিত সবচেয়ে পূবের প্রদেশ; হ্যালিফ্যাক্স শহরটি এখানে।

নিউ ব্রান্সউইক: এটিও আটলান্টিক মহাসগরে অবস্থিত প্রদেশ; ফ্রেডেরিকটন ও সেন্ট জন শহর দুটি এখানে।

প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড: কানাডার সবচেয়ে ছোট পূর্বাঞ্চলীয় প্রদেশ; শার্লটটাউন শহরটি এখানে।

নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডর: পূর্ব উত্তরের উপকূলে অবস্থিত; এ প্রদেশে মাত্র তিনটি শহর আছে যার মধ্যে সেন্ট জন'স শহরটি রাজধানী।

এই দশটি প্রদেশ ছাড়াও কানাডার রয়েছে তিনটি অঞ্চল যার মধ্যে আছে নর্থওয়েস্ট টেরিটরিজ, ইউকন ও নুনাভুট।

নর্থওয়েস্ট টেরিটরিজ: উত্তরাঞ্চলীয় বিশাল এই অঞ্চলের আয়তন প্রায় ১১,২৭,৭১২ বর্গকিলোমিটার অথচ লোকসংখ্যা মাত্র ৪১ হাজার। শীতপ্রধান এই অঞ্চলেই রয়েছে কানাডার বিখ্যাত গ্রেট বেরিয়ার রিফ। ইয়েলোনাইফ শহরটি এখানে।

ইউকন: উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের সবচেয়ে পশ্চিমের টেরিটরি ইউকন; আলাস্কার সীমান্তঘেঁষা এই এলাকাটি মূলত উত্তর মেরুঅঞ্চলীয়, হোয়াইটহর্স শহরটি এখানে।

নুনাভুট:  কানাডার সর্বোত্তরের সবচেয়ে বড় টেরিটরি এউ নুনাভুট। ১৮,৩৬,৯৯৩ বর্গকিলোমিটার আয়তনের এ সুবিশাল মেরু অঞ্চলে মানুষ থাকে আনুমানিক ৩৭ হাজার জন প্রায়। ইকালুইট শহরটি এখানে।

আবহাওয়া

কানাডার আবহাওয়া প্রদেশ ও অঞ্চলভেদে ভিন্ন হয়ে থাকে। দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে শীতকাল তুলনামূলকভাবে মৃদু হয়, যেখানে উত্তরাঞ্চলীয় অঞ্চলগুলোতে শীতকাল অত্যন্ত কঠিন হতে পারে। উদাহরণস্বরূপ, ব্রিটিশ কলাম্বিয়ার উপকূলীয় এলাকায় শীত কম কিন্ত বৃষ্টি হয় বেশি। যেখানে প্রেইরি প্রদেশগুলোতে শীতকালে তুষারপাত ও তীব্র ঠান্ডা দেখা যায়।

কাজের সুযোগ ও অভিবাসী কর্মীদের চাহিদা

কানাডায় বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে কাজের সুযোগ ও অভিবাসী কর্মীদের চাহিদা ভিন্ন হয়ে থাকে। কিছু প্রদেশে নির্দিষ্ট পেশার বেশ চাহিদা রয়েছে। উদাহরণস্বরূপ:

অন্টারিও ও ব্রিটিশ কলাম্বিয়া: তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা, এবং নির্মাণ খাতে বেশী চাহিদা রয়েছে।

আলবার্টা: তেল ও গ্যাস শিল্প, নির্মাণ, এবং পরিবহন খাতে কর্মীর চাহিদা বেশি।

কুইবেক: স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, এবং উৎপাদন খাতে কর্মীর চাহিদা রয়েছে।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, কানাডায় নিম্নলিখিত পেশাগুলোর চাহিদা বেশি:

নির্মাণ শ্রমিক, হোটেল বয়, পরিবহন চালক, গুদামজাতকরণ কর্মী, স্বাস্থ্যসেবা কর্মী, খাদ্য পরিসেবা কর্মী, বাসস্থান শ্রমিক, খুচরা বা রিটেইল বাণিজ্য কর্মী

ওয়েল্ডিং কর্মী, শিল্পখাতে বিভিন্ন সেবা কর্মী, ফিন্যান্স ম্যানেজার, গ্রাফিক্স ডিজাইনার, মার্কেটিং ম্যানেজার, ওয়েব ডিজাইনার

বেতন কাঠামো

কানাডায় বেতন প্রদেশ ও অঞ্চলভেদে ভিন্ন হয়ে থাকে। সাধারণত, সর্বনিম্ন বেতন প্রতি ঘণ্টায় $১৫ থেকে $১৭ পর্যন্ত হতে পারে। উদাহরণস্বরূপ:

অন্টারিও: প্রতি ঘণ্টায় সর্বনিম্ন বেতন $১৬.৫৫।

ব্রিটিশ কলাম্বিয়া: প্রতি ঘণ্টায় সর্বনিম্ন বেতন $১৬.৭৫।

আলবার্টা: প্রতি ঘণ্টায় সর্বনিম্ন বেতন $১৫।

কাজের ধরন অনুযায়ী গড় বার্ষিক বেতন নিম্নরূপ হতে পারে:

অফিসের কাজ: $৫০,০০০ থেকে $৭০,০০০।

শ্রমিক শ্রেণির কাজ: $৪০,০০০ থেকে $৬০,০০০।

তথ্যপ্রযুক্তি পেশা: $৭০,০০০ থেকে

মাইগ্রেশন কনসার্ন রিপোর্ট

Logo