জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে এবার উচ্চ আদালতে গেলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১০:০৪

জন্মসূত্রে নাগরিকত্বের ইতি টানতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার এই উদ্যোগে বারবার বাদ সেধেছে বিভিন্ন অঙ্গরাজ্যের নিম্ন আদালত। তাই এবার ট্রাম্প আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।
গত জানুয়ারিতে একটি ফেডারেল আদালতের বিচারক ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশকে অসাংবিধানিক বলে রায় দিয়েছিলেন।
এর
কয়েক দিন পরই মেরিল্যান্ডের একটি আদালতের বিচারক ট্রাম্পের পরিকল্পনাকে দেশের ২৫০ বছরের
পুরোনো জন্মসূত্রে নাগরিকত্বের ইতিহাসের সম্পূর্ণ বিরোধী বলে রায় দেন।
ফলে সুপ্রিম কোর্টে ট্রাম্প নিম্ন আদালতগুলোর নির্দেশ বা নিষেধাজ্ঞার পরিধি সীমিত করার জন্য আর্জি জানিয়েছেন। একই সঙ্গে জরুরি ভিত্তিতে মামলা শোনার আর্জিও জানিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট
নির্বাচনে জয়ের পরই ট্রাম্প সে দেশের নাগরিকত্ব সংক্রান্ত বহু বছরের পুরোনো আইন বাতিল
করার ঘোষণা দিয়েছিলেন। হোয়াইট হাউসে প্রবেশের ২৪ ঘণ্টার মধ্যেই সেই প্রক্রিয়া শুরু
করেন তিনি।
গত
২১ জানুয়ারি এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে সইও করেন ট্রাম্প। কিন্তু তার এই উদ্যোগ
ধাক্কা খায় একাধিক মামলার কারণে। ট্রাম্পের আদেশের বিরুদ্ধে প্রথম মামলা করে অভিবাসীদের
সংগঠন যুক্তরাষ্ট্রের সিভিল লিবার্টিজ ইউনিয়ন।
এরপর মামলা করেন এক নারী এবং তারপর ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন ২২টি প্রদেশ এক হয়ে মামলা
করে। এসব মামলাতেই বিচারকরা ট্রাম্পের উদ্যোগের বিপক্ষে রায় দেন এবং ট্রাম্পের আদেশের কার্যকারিতা স্থগিত করেন।
এবার
সুপ্রিম কোর্ট ট্রাম্পের আবেদন সবুজ সংকেত দিলে আইন বদলাতে পারে মার্কিন প্রশাসন।
যুক্তরাষ্ট্রের সংবিধানে ১৪তম সংশোধনীতে বলা আছে, সে দেশে কেউ জন্মালেই সেখানকার নাগরিকত্ব
মিলবে।
এরই
বিরুদ্ধে আদেশ দিয়েছেন ট্রাম্প। তার আদেশে বলা হয়েছে, যারা অবৈধভাবে বা শিক্ষা-পর্যটনসহ
সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেবেন, তাদের সন্তান আর মার্কিন নাগরিকত্ব
পাবেন না।
এমনকি
বাবা-মায়ের মধ্যে কেউ যুক্তরাষ্ট্রের নাগরিক কিংবা স্থায়ী বাসিন্দা না হলে তাদের সন্তানও
নাগরিকত্ব পাবেন না।
তথ্যসূত্র:
বিডি নিউজ টোয়েন্টিফোর