Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

ডেরিয়েন গ্যাপ: পানামার বিপজ্জনক জঙ্গল অবৈধ অভিবাসনের প্রধান পথ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১০:৩০

ডেরিয়েন গ্যাপ: পানামার বিপজ্জনক জঙ্গল অবৈধ অভিবাসনের প্রধান পথ

পানামা ও কলম্বিয়ার সীমান্তবর্তী ঘন জঙ্গল "ডেরিয়েন গ্যাপ" (Darien Gap) এখন অবৈধ অভিবাসনের অন্যতম প্রধান পথ হয়ে উঠেছে। কঠিন ভূপ্রকৃতি, বন্যপ্রাণী এবং অপরাধী গোষ্ঠীর উপস্থিতির কারণে এ অঞ্চলটি চরম বিপজ্জনক হলেও প্রতি বছর হাজার হাজার অভিবাসী এই পথ বেছে নিচ্ছেন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আশায়।

ডেরিয়েন গ্যাপ: এক অনতিক্রম্য বাধা

ডেরিয়েন গ্যাপ মূলত ১৬০ কিলোমিটার দীর্ঘ এক বিশাল বনভূমি, যা মধ্য আমেরিকার দেশ পানামা ও দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়াকে পৃথক করেছে। এটি অত্যন্ত দুর্গম অঞ্চল, যেখানে কোনো সড়ক নেই এবং প্রাকৃতিক বিপদসংকুল পরিবেশ বিরাজ করছে। বিশাল পাহাড়, জলাভূমি ও অরণ্যের কারণে এ পথ পার হওয়া অত্যন্ত কষ্টকর।

অবৈধ অভিবাসনের প্রধান রুট

ডেরিয়েন গ্যাপ সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসীদের জন্য প্রধান রুটে পরিণত হয়েছে। আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসীরা কলম্বিয়া থেকে শুরু করে পানামার মধ্য দিয়ে উত্তর আমেরিকার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR)-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রেকর্ডসংখ্যক প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ এই বিপজ্জনক পথ অতিক্রম করেছে।

অপরাধী গোষ্ঠীর নিয়ন্ত্রণ ও মানব পাচার

এই জঙ্গল কেবল প্রাকৃতিক চ্যালেঞ্জের জন্য নয়, বরং অপরাধী চক্রের আধিপত্যের জন্যও কুখ্যাত। মাদক চোরাচালানকারী এবং মানব পাচারকারী চক্র অভিবাসীদের প্রতারণা ও শোষণ করে থাকে। অনেক ক্ষেত্রে অভিবাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়, কখনো আবার অপহরণ, হত্যা কিংবা যৌন নির্যাতনের শিকার হতে হয়।

সরকার ও মানবাধিকার সংস্থার উদ্বেগ

পানামা সরকার ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই রুটে অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করছে। তবে অরণ্যের দুর্গমতা ও অপরাধী চক্রের শক্তিশালী নেটওয়ার্কের কারণে এটি কার্যকর করা কঠিন হয়ে পড়েছে। পানামা সরকার সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে এবং অভিবাসীদের জন্য অস্থায়ী শিবির তৈরি করেছে, তবে তা চাহিদার তুলনায় অপ্রতুল।

ভবিষ্যৎ চ্যালেঞ্জ

ডেরিয়েন গ্যাপ অভিবাসন সংকটের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে ওঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এটি এক গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও মধ্য আমেরিকার দেশগুলো কীভাবে এই সংকট সমাধান করবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

সীমাহীন বিপদ মাথায় নিয়ে হাজার হাজার মানুষ ডেরিয়েন গ্যাপ পার হতে বাধ্য হচ্ছেন। বৈধ অভিবাসন ব্যবস্থার অভাব ও অপরাধী চক্রের দৌরাত্ম্যের কারণে এই সমস্যা আরো প্রকট হয়ে উঠছে। আন্তর্জাতিক সহায়তা ও কঠোর নীতিমালা ছাড়া এ সংকট নিরসনের পথ সহজ নয়।

মাইগ্রেশন কনসার্ন রিপোর্ট

Logo