যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের বিদেশ ভ্রমণে উদ্বেগ!
নিউইয়র্ক থেকে কাবেরী মৈত্রেয়

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ২৩:২৮

সম্প্রতি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স মার্কিন নাগরিকত্ব, অভিবাসন নিয়ে নয়া নীতির কথা শুনিয়েছেন। গ্রিন কার্ড থাকা মানেই কেউ স্থায়ীভাবে মার্কিন মুলুকের বাসিন্দা হয়ে গেলেন এমনটা ভাবলে ভুল হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে আমেরিকার অভিবাসীদের মধ্যে এগিয়ে বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ানরা। বহু বাংলাদেশি গ্রিন কার্ড হোল্ডার। স্বভাবতই তাদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন ।
বৈধ কিংবা অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে গত কয়েক দিনে ট্রাম্প সরকারের পদক্ষেপ শোরগোল ফেলে দিয়েছে। এবার অভিবাসীদের স্ক্রুটিনি করবে অভিবাসন-সংক্রান্ত বিষয় দেখভালের দায়িত্বে থাকা এজেন্সিগুলো। তবে মার্কিন মুলুকের গ্রিন কার্ডধারী যারা, তাদের এ রকম সমস্যায় পড়তে হবে বলেই খবর পাওয়া যাচ্ছে।
ইউএস সিটিজ়েনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (USCIS), ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ও কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের স্ক্যানারে আসবেন তারা। বাইরে যাওয়া এবং আমেরিকায় ফেরা, উভয় ক্ষেত্রেই খতিয়ে দেখা হবে। বিষয়টি নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে বোস্টন লোগান বিমানবন্দরে বৈধ ভিসা এবং গ্রিন কার্ডধারীদের আটকের খবর প্রকাশের পর।
এ অবস্থায় নতুন ট্রাম্প প্রশাসনের অধীনে সীমান্ত নিরাপত্তা আরো কঠোর হওয়ায় সম্পূর্ণ নাগরিকত্ব না থাকা ব্যক্তিদের জন্য যুক্তরাষ্ট্র ছেড়ে ভ্রমণ না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, যদি তারা ফিরে আসতে চান।
এদিকে গত মাসেই হার্ভার্ড মেডিকেল স্কুলের এক রুশ গবেষককে মার্কিন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্টের পক্ষ থেকে আটক করা হয়। আদালতের নথিপত্রে উল্লেখ করা হয়েছে, কাস্টমসে ব্যাঙের ভ্রূণ নমুনা প্রকাশ করতে ব্যর্থ হওয়ার কারণে তার ভিসা বাতিল করা হয়েছিল।
এ প্রসঙ্গে কেয়ার ম্যাসাচুয়েটসের নির্বাহী পরিচালক তাহিরাহ আমতুল-ওয়াদুদ বলেন, ভ্রমণকারীরা দেশে প্রবেশের সময় তাদের ইলেকট্রনিক ডিভাইসগুলোর অনুসন্ধানের ঝুঁকিতেও রয়েছেন।
তিনি ব্যাখ্যা করেন, প্রত্যেকেই এমনকি মার্কিন নাগরিকরাও তাদের ফোন এবং ডিভাইস বাজেয়াপ্ত ও তল্লাশি হওয়ার ঝুঁকিতে আছেন, এমনকি ডিভাইসের সব তথ্য ডাউনলোড করাও হতে পারে।
যদিও মার্কিন নাগরিকদের এই অনুসন্ধানে অসম্মতি জানানোর অধিকার রয়েছে, তবে তারা ততক্ষণ পর্যন্ত আটক থাকতে পারেন, যতক্ষণ না তারা এই অনুসন্ধানে সম্মতি দেন।