গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় পরিবর্তন
বিয়ে করে এখন আর যুক্তরাষ্ট্রে যাওয়া সোজা নয়

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১১:১৮

বিয়ে করে মার্কিন মুলুকে যারা উড়াল দিতে চাইছেন, সেসব বর-কনের জন্য দুঃসংবাদ দিল ট্রাম্প প্রশাসন। এখন থেকে বিবাহ সূত্রে গ্রিন কার্ড নিয়ে আমেরিকায় যেতে হলে অবশ্যই আপনাকে যথাযোগ্য বিবাহের প্রমাণ দিতে হবে। একই সঙ্গে আবেদনকারীদের জন্য আবেদনপত্র হালনাগাদ করতে হবে। ভিসা পেতে হলে সাক্ষাৎকারের প্রক্রিয়ায় অংশ নিতে হবে, এমনকি আর্থিক তথ্যের বিস্তারিত বিবরণ জমা দিতে হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এমন বেশ কিছু কঠোর পরিবর্তন এনেছে।
মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা ইউএসসিআইএস জানিয়েছে, গ্রিন কার্ডধারীদের স্থায়ীভাবে বসবাসের অধিকার তখনই থাকবে, যখন তারা কোনো আইন ভঙ্গ না করে এবং নিয়মিত কর পরিশোধ করে। তবে নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের আয়, সম্পত্তি, ঋণ এবং সরকারি সহায়তার বিস্তারিত তথ্য জমা দিতে হবে। এছাড়া আবেদনকারীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, লাইসেন্স এবং দক্ষতার তথ্যও জানতে চাওয়া হয়েছে নতুন এ নিয়মে।
এ প্রসঙ্গে ইমিগ্রেশন আইনজীবী র্যাচেল আইনবান্ড জানিয়েছেন, বাইডেন প্রশাসনের সময় প্রায় সব নিয়ম-কানুন স্থগিত করা হয়েছিল। এই পরিবর্তনগুলো মূলত “ভয় দেখানোর কৌশল” হিসেবে কাজ করতে পারে, যাতে কম আয় বা শিক্ষা না থাকা ব্যক্তিরা আবেদন করতে নিরুৎসাহিত হন। তিনি জানিয়েছেন, বিবাহ সূত্রে গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে সাক্ষাৎকারের প্রক্রিয়া পুনরায় চালু করা হয়েছে ।
এমন পরিবর্তনের কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন বাংলাদেশি অভিবাসীরা। তারা মনে করছেন, এতে করে গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। বিশেষ করে যাদের আর্থিক অবস্থা দুর্বল বা শিক্ষাগত যোগ্যতা কম, তাদের জন্য এই নিয়মগুলো একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
এ প্রসঙ্গে ইউএসসিআইএসের মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রে বসবাস এবং কাজের জন্য যারা অভিবাসন সুবিধা চান, তারা যেন জননিরাপত্তার জন্য হুমকি না হন, জাতীয় নিরাপত্তার ক্ষতি না করেন বা ক্ষতিকর মার্কিনবিরোধী আদর্শ প্রচার না করেন, তা নিশ্চিত করার জন্য কঠোর স্ক্রিনিং এবং যাচাইকরণ ব্যবস্থা বাস্তবায়ন করতে ইউএসসিআইএস প্রতিশ্রুতিবদ্ধ।
এই পরিস্থিতিতে বাংলাদেশি অভিবাসীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন আরো কঠিন হয়ে উঠবে বলে মনে করছেন নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি অভিবাসন বিশ্লেষকরা।
নিউইয়র্ক থেকে কাবেরী মৈত্রেয়