Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে মন্দার শঙ্কা, ২০ লাখ কর্মসংস্থান ঝুঁকিতে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৫

যুক্তরাষ্ট্রে মন্দার শঙ্কা, ২০ লাখ কর্মসংস্থান ঝুঁকিতে

মার্কিন অর্থমন্ত্রী এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লরেন্স সামার্স সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র সম্ভবত এক গভীর অর্থনৈতিক মন্দার দিকে এগিয়ে যাচ্ছে। এই মন্দার ফলে প্রায় ২০ লাখ মার্কিন নাগরিক কর্মহীন হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ব্লুমবার্গ টেলিভিশনের "ওয়াল স্ট্রিট উইক" অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে সামার্স বলেন, “আমাদের সামনে মন্দা আসার সম্ভাবনাই বেশি। আর সেই প্রেক্ষাপটে প্রায় ২০ লাখ অতিরিক্ত মানুষ চাকরি হারাবে। গড় পরিবারপ্রতি আয় হ্রাস পাবে প্রায় ৫ হাজার ডলার বা তার বেশি।”

তিনি বর্তমান ট্রাম্প প্রশাসনের ঘোষিত শুল্ক বৃদ্ধিনীতিকে এই সম্ভাব্য মন্দার জন্য দায়ী করেন। সামার্স বলেন, এই নীতিগুলো ১৯৩০ সালের মহামন্দার সময়ের চেয়েও বেশি কঠোর, যা সে সময় অর্থনৈতিক বিপর্যয়কে গভীরতর করেছিল।

সামার্সের মতে, শেয়ারবাজার “অবিশ্বাস্য স্পষ্টতার সঙ্গে” এই শুল্কনীতি এবং অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে বার্তা দিচ্ছে। তিনি বলেন, "যখনই শুল্ক শিথিলতার কোনো খবর আসে বাজার ঊর্ধ্বমুখী হয়। আবার কঠোর নীতির আভাসে বাজার পড়ে যায়।”

তিনি আরো বলেন, “আমরা এখন এমন এক পরিস্থিতিতে আছি, যেখানে বাজার বর্তমান অবস্থানের চেয়েও নিচে নেমে যেতে পারে। আমি বিশ্বাস করি, এখনো এই ধাক্কার প্রকৃত নিচু সীমা স্পর্শ করা হয়নি।”

মার্কিন অর্থনীতির এই ধস শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব পড়বে উচ্চ ঝুঁকিপূর্ণ কোম্পানি এবং অন্যান্য দুর্বল অর্থনীতির দেশগুলোর ওপরও। এছাড়া বাজেট ঘাটতি বাড়বে এবং বৈশ্বিক আর্থিক অস্থিরতা তৈরি হতে পারে।

সামার্স স্পষ্ট করে বলেন, “এই সংকট বাইরের কোনো কারণে নয়। এটি সম্পূর্ণভাবে ট্রাম্প প্রশাসনের বক্তব্য ও কার্যক্রম দ্বারা সৃষ্ট। ইতিহাসে এমন পরিস্থিতির খুব কম উদাহরণ আছে।”

এদিকে ডেপুটি ট্রেজারি সেক্রেটারি মাইকেল ফলকেন্ডার দাবি করেছেন, “বাজারে এখনো তারল্য প্রবাহমান রয়েছে এবং কোনো বড় প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে না।”

যদিও প্রশাসন এখনো স্থির থাকার বার্তা দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, নীতিগত পুনর্বিবেচনা ছাড়া এই অর্থনৈতিক ঝুঁকি এড়ানো কঠিন হবে।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo