Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

পিছু হঠলেন ট্রাম্প!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০০:১৪

পিছু হঠলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি বিশ্বের বহু দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর নতুনভাবে আরোপিত পাল্টাপাল্টি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করছেন। তবে চীনের ওপর  আরোপ করা শুল্ক বহাল থাকবে বলে জানিয়েছেন তিনি।

এই দেশগুলোর ক্ষেত্রে এখন প্রেসিডেন্টের গত সপ্তাহে ঘোষিত অতিরিক্ত শুল্কের পরিবর্তে ১০ শতাংশের প্রাথমিক শুল্কই প্রযোজ্য হবে।

একই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প আরো ঘোষণা করেছেন, চীনা পণ্যের উপর শুল্ক তিনি আবারো বাড়িয়ে ১২৫ শতাংশ করছেন।

তিনি তার Truth Social প্ল্যাটফর্মে লিখেছেন- বিশ্বের বাজারকে চীন যে অসম্মান দেখিয়েছে, তার ভিত্তিতে আমি ঘোষণা করছি যে, চীনের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক ১২৫ শতাংশে উন্নীত করা হলো, যা তাৎক্ষণিকভাবে কার্যকর।

“আশা করি খুব শিগগির চীন বুঝতে পারবে, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশকে ঠকানোর দিন শেষ; এটি আর টেকসই নয়, গ্রহণযোগ্যও নয়।

“অন্যদিকে, যে ৭৫টিরও বেশি দেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি, যার মধ্যে বাণিজ্য বিভাগ, ট্রেজারি এবং ইউএসটিআর রয়েছে, তাদের সঙ্গে আলোচনা করেছে বাণিজ্য, বাণিজ্যিক প্রতিবন্ধকতা, শুল্ক, মুদ্রা হস্তক্ষেপ এবং অ-মুদ্রাসংক্রান্ত শুল্ক ইত্যাদি বিষয়ে সমাধান খোঁজার জন্য। এই দেশগুলো আমার দৃঢ় পরামর্শে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়নি, আমি ৯০ দিনের জন্য একটি পজ (PAUSE) অনুমোদন করেছি এবং এই সময়ে একটি উল্লেখযোগ্যভাবে কম পারস্পরিক শুল্ক হার, অর্থাৎ ১০ শতাংশ নির্ধারণ করেছি, যা তাৎক্ষণিকভাবে কার্যকর।

“এই বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ!”

তথ্যসূত্র: এবিসি নিউজ, অস্ট্রেলিয়া

Logo