Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

স্যাংচুয়ারি শহরগুলোর ফেডারেল ফান্ড বন্ধের হুমকি ট্রাম্পের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০০:২৭

স্যাংচুয়ারি শহরগুলোর ফেডারেল ফান্ড বন্ধের হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি স্যাংচুয়ারি বা অভিবাসীদের আশ্রয়দাতা শহরগুলোর জন্য সব ফেডারেল তহবিল বন্ধ করে দেবেন। এই হুমকির কারণে নিউইয়র্ক থেকে সান ফ্রান্সিসকোর মতো শহরগুলোর আর্থিক পরিকল্পনাকে চাপের মুখে ফেলতে পারে।

বৃহস্পতিবার ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “আর কোনো স্যাংচুয়ারি শহর নয়! এরা অপরাধীদের রক্ষা করে, ভুক্তভোগীদের নয়। এরা আমাদের দেশকে লজ্জিত করছে এবং গোটা বিশ্বে উপহাসের পাত্র হয়ে উঠেছে।”

ট্রাম্প, যিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অনিয়মিত অভিবাসী বহিষ্কারের ঘোষণা দিয়েছেন। বলেছেন, যে কোনো শহর বা রাজ্য যারা এসব ‘মৃত্যুকূপ’কে টিকে থাকতে দিচ্ছে, তাদের ফেডারেল তহবিল পুরোপুরি বন্ধ করে দেওয়ার জন্য আমি কাগজপত্র তৈরি করছি! প্রথম মেয়াদে তার প্রশাসন এমন উদ্যোগ নিয়েছিল, তবে সেগুলো আদালতে আটকে গিয়েছিল।

চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণের পর থেকে ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে অভিজাত বিশ্ববিদ্যালয় ও আইন প্রতিষ্ঠানগুলোর নীতিতে পরিবর্তন আনার চেষ্টা করেছেন। তিনি স্কুলগুলোতে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম বন্ধ করতে ফেডারেল অর্থের ওপর প্রভাব বিস্তার করছেন।

ট্রাম্প বহুদিন ধরেই স্যাংচুয়ারি শহরগুলোকে সমালোচনা করে আসছেন। এসব শহর বা অঞ্চল এমন নীতিমালা অনুসরণ করে, যাতে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীরা গ্রেফতারের ভয় ছাড়াই বসবাস করতে পারে।

এসব নীতিমালায় সাধারণত ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে তথ্য ভাগাভাগি সীমিত রাখা হয় এবং সরকারি সেবা গ্রহণের সময় বাসিন্দাদের অভিবাসন অবস্থা জানানোর বাধ্যবাধকতা থাকে না। ইমিগ্রেশন স্টাডিজ কেন্দ্র অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ১৩টি রাজ্য এবং ২০০টির বেশি শহর ও কাউন্টিতে এই ধরনের সীমিত সহযোগিতার নীতি প্রচলিত রয়েছে।

নিউইয়র্ক, বোস্টন, শিকাগো

মার্চ মাসে হাউস ওভারসাইট কমিটির সামনে বোস্টন, শিকাগো, ডেনভার ও নিউইয়র্ক সিটির ডেমোক্রেট মেয়ররা তাদের নীতির পক্ষে যুক্তি তুলে ধরেন, যখন রিপাবলিকানরা এই শহরগুলোকে ফেডারেল আইন অমান্যকারী হিসেবে উপস্থাপন করছে।

Logo