Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কাবেরী মৈত্রেয়, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র থেকে

আমেরিকায় কমছে গণ ডিপোর্টেশন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১০:১৭

আমেরিকায় কমছে গণ ডিপোর্টেশন

নথিপত্রবিহীন অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে স্বেচ্ছায় ফিরে যাওয়ার জন্য চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। আর এতেই কমেছে গণবিতাড়নের সংখ্যা। গেল মার্চ মাসে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট- আইসিইয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসী বিতাড়নের সংখ্যা এক বছর আগের তুলনায় কম এবং প্রশাসন যে সংখ্যাটি চায়, তার চেয়েও অনেক কম।

তথ্য অনুযায়ী, ১ থেকে ২৮ মার্চ পর্যন্ত ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট মাত্র ১২ হাজার ৩০০-এর কিছু বেশি অভিবাসীকে দেশে যেতে বাধ্য করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় সামান্য কম (১২ হাজার ৭০০)। ফেব্রুয়ারিতে বহিষ্কারের সংখ্যা ছিল প্রায় ১১ হাজার।

ডিপোর্টেশন কমে যাওয়ার একটি বড় কারণ হলো ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর থেকে সীমান্ত পারাপারের সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে। পাশাপাশ ট্রাম্প প্রশাসন কার্যত আশ্রয়প্রার্থী হওয়ার পথ বন্ধ করে দিয়েছে। সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, গত মাসে দক্ষিণ সীমান্তে অবৈধ অভিবাসীদের সাথে মাত্র ১১ হাজারের মতো ‘এনকাউন্টার’ ঘটেছে, যেখানে ২০২৪ সালের মার্চে এই সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৯০ হাজারের কাছাকাছি। সীমান্তের কাছাকাছি ধরা পড়া অভিবাসীদের বহিষ্কার করা অনেক সহজ ও দ্রুত, কিন্তু যারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে, তাদের খুঁজে বের করা এবং ফেরত পাঠানো কঠিন।

অন্যদিকে, ট্রাম্প প্রশাসন এখনো তীব্র আর্থিক ও লজিস্টিক বাধার সম্মুখীন, যা তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিশাল বহিষ্কারের পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রচারণা এবং অভিষেক ভাষণে লাখ লাখ অভিবাসী বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাস্তবে এই মাত্রায় পৌঁছাতে কংগ্রেস থেকে বিশাল বাজেট বরাদ্দ প্রয়োজন। সম্প্রতি পাস হওয়া বাজেট বিলের মাধ্যমে এ সংস্থার বার্ষিক বাজেট মাত্র ৫ শতাংশ বেড়ে ৯ বিলিয়ন থেকে ৯ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

বাজেট বরাদ্দের অপেক্ষায় থাকা অবস্থায় ডিএইচএস (যার অধীনে ICE রয়েছে) এখন অভিবাসীদের স্বেচ্ছা বহিষ্কারে উৎসাহ দিচ্ছে বলে জানিয়েছে অভ্যন্তরীণ সূত্র।


Logo