Logo
×

Follow Us

মতামত

কাগজপত্র ঠিক থাকলে ম্যানপাওয়ার কার্ড পেতে দেরি হয় না

মাইগ্রেশন কনসার্নকে বিএমইটি পরিচালক মাসুদ রানা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১১:০২

কাগজপত্র ঠিক থাকলে ম্যানপাওয়ার কার্ড পেতে দেরি হয় না

ম‍্যানপাওয়ার কার্ড নিয়ে অনেকের অনেক প্রশ্ন। কেন দেরি হয়? কোন সমস‍্যার কারণে কার্ড হাতে পাওয়া আটকে থাকে। কর্মীদের নানান প্রশ্ন নিয়ে মাইগ্রেশন কনসার্ন থেকে আমরা উত্তর জানতে চেয়েছিলাম বিএমইটির পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. মাসুদ রানার কাছে। মাইগ্রেশন কনসার্নের পক্ষ থেকে তার সঙ্গে কথা বলেছেন মাহবুব স্মারক।

মাইগ্রেশন কনসার্ন : বিএমইটির ম‍্যানপাওয়ার পাওয়ার যোগ‍্য কারা? কারা করবেন এই কার্ড?

মো. মাসুদ রানা : যিনি কর্মসংস্থানের জন‍্য বিদেশে যাবেন, অর্থাৎ কাজের ভিসায় বিদেশ যাবেন তাদের জন‍্য। তিনি বিএমইটি ক্লিয়ারেন্সের জন‍্য নিজে অথবা এজেন্সির মাধ‍্যমে আবেদন করবেন। যেহেতু সৌদি আরবের ক্ষেত্রে সৌদি আরবের জন‍্য এনলিস্টেট এজেন্সি কেবল সৌদি আরব পাঠাতে পারে। তাহলে তাকে অবশ‍্যই রিক্রুটিং এজেন্সির মাধ‍্যমেই আবেদন করতে হবে।

 এখন এজেন্সি যখন আমাদের কাছে ছাড়পত্রের জন‍্য আবেদন করে বা আমাদের কাছে তখন তার এই ছাড়পত্রের জন‍্য  দুটি অপশন। এক. যদি কোনো একক ব‍্যক্তি বা ইন্ডিভিজ‍্যুয়াল বা একজন ব‍্যক্তির কোনো ভিসা হয়, তাহলে সেটা বিএমইটি সরাসরি দিতে পারে। সেটা আইন অনুয়ায়ী বিএমইটির ক্ষমতা।

আর যদি কার্ডের আবেদন একের অধিক হয় মানে গ্রুপ ভিসা হয় তাহলে তাকে গন্তব‍্য দেশের যে দূতাবাস আছে, মানে যদি ধরি সৌদি আরব হয় গন্তব‍্য দেশ হয় তাহলে সৌদি দূতাবাসের কাছ থেকে ডিম‍্যান্ড লেটারটা সত‍্যায়ন থাকবে হবে। অথবা সরকার কর্তৃক একটা অনুমোদন লাগবে। সরকার মানে প্রবাসী কল‍্যাণ মন্ত্রণালয়ের একটি নিয়োগ অনুমতি থাকতে হবে।

অর্থাৎ হয় গন্তব‍্য দেশের দূতাবাসের সত‍্যায়ন অথবা প্রবাসী কল‍্যাণ মন্তণালয়ের নিয়োগ অনুমতি থাকতে হবে। এই গুলোর যে কোনো একটা লাগলে সেই নম্বর উল্লেখ করে যদি কেউ বিএমইটিতে আবেদন করে তাহলে আমাদের আইন অনুয়ায়ী ৭২ ঘণ্টার মধ‍্যে আমরা এটা করে দিই। কিন্ত আমরা আসলে এক দিনের মধ‍্যেই করে দিই বা নিষ্পত্তি করি।

মাইগ্রেশন কনসার্ন :  কিন্তু তাহলে বিএমইটি ম‍্যানপাওয়ার কার্ড পেতে কেন দেরি হচ্ছে?

মো. মাসুদ রানা : দেখেন, অনেকে বা যদি কেউ বা যারা এই কমপ্লায়েন্সগুলো পূরণ না করেই যদি বিএমইটিতে চলে আসে, অর্থাৎ মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি বা দূতাবাসের সত‍্যায়ন ছাড়া যদি কেউ আবেদন করে তাহলে তো তার আবেদনটা ইনকমপ্লিট। তাহলে সেই ইনকমপ্লিট আবেদনে তো বিএমইটির ছাড়পত্র দেয়ার আইনগত সুযোগ নাই।

এই জায়গায় কর্মীরা যেহেতু ডিরেক্ট আসে না, আসে এজেন্সি। ফলে এজেন্সি তাদের মিসগাইড করে যে বিএমইটি কার্ড দিতে দেরি করছে। কিন্তু দেখেন দেরিটা কিন্তু এজেন্সির কারণে হচ্ছে। কারণ বিদেশে লোক পাঠাতে ম‍্যানপাওয়ার কার্ড পেতে হলে ওই জায়গাটা তো কাভার করে আসতে হবে। দেরি হলেই বুঝতে হবে হয় মন্ত্রণালয়ের পারমিশন নাই অথবা দূতাবাসের সত‍্যায়ন নাই বা নিয়ে আসে নাই।

মাইগ্রেশন কনসার্ন :  টিটিসিতে ট্রেনিংয়ের পর অনেক সময় সেখানকার কোনো দুর্বলতার কারণে কী ম‍্যানপাওয়ার কার্ড পাওয়া দেরি হতে পারে?

মো. মাসুদ রানা : না না। সেটা না। তবে কিছু কিছু প্রফেশনের ক্ষেত্রে, যেমন সৌদি আরবের স্কিলড ভেরিফিকেশন প্রোগ্রাম আছে। এটার মাধ‍্যমে শ্রমিকদের কম্পিটেন্সি পরীক্ষা করা হয় অর্থাৎ সে যে নির্দিষ্ট কাজে দক্ষ, যোগ‍্য সেটার পরীক্ষা দিতে হয়। সেটা অনলাইনে। সেই টেস্টে বা পরীক্ষা যদি পাস না করে তাহলে তো তার বিপরীতে ভিসা ইস‍্যু করবে না সৌদি সরকার। কিন্তু ভিসা যদি ইস‍্যু হয় তাহলে তো ওই টেস্টের ইস‍্যুটা থাকে না। কারণ সে যোগ‍্যতা আছে, দক্ষতা আছে বলেই তো সৌদি তাকে ভিসা দিয়েছে।

মাইগ্রেশন কনসার্ন : আমাদের কর্মী ভাইয়েরা সৌদি বা অন‍্য দেশে যাবেন, তাদের ম‍্যানপাওয়ার কার্ড পাওয়া নিয়ে আপনাদের পরামর্শ কী?

মো. মাসুদ রানা : দেখেন সৌদি আরবের ক্ষেত্রে কর্মীকে কোনো না কোনো রিক্রুটিং এজেন্সির মাধ‍্যমে যেতে হবে ভিসা সংগ্রহ করতে। কারণ সৌদির বিষয়টা হলো তাদের তালিকাভুক্ত এজেন্সি ছাড়া অন‍্য কেউ লোক পাঠাতে পারবে না। ওই রিক্রুটিং এজেন্সি যখন কর্মীর হয়ে আবেদন প্লেস করে, দেখেন আমাদের কাছে কিন্তু কর্মী আসছে না। খেয়াল করেন। আমাদের কাছে আসে এজেন্সির লোক। তাহলে রিক্রুটিং এজেন্সি যদি কর্মীর জন‍্য ওই কমপ্লায়েন্সগুলো কমপ্লিট করে আসে তাহলে তো কোনো সমস‍্যা নাই। অর্থাৎ তার নিয়োগ অনুমতির বিষয়টি যদি মন্ত্রণালয় থেকে নিয়ে আসে, দূতাবাসের সত‍্যায়ন নিয়ে আসে আর তিন দিনের একটা ম‍েন্ডেটরি ট্রেনিংটা শেষ করে আসে আর মেডিক‍েলি যদি কর্মী ফিট থাকে তাহলে ম‍্যানপাওয়ার কার্ড পেতে দেরি হওয়ার কোনো কারণ নাই।

মাইগ্রেশন কনসার্ন : তাহলে আপনি বলছেন, কর্মীর আবেদন যদি এজেন্সি কমপ্লিট না করে তাহলে দেরি হতে পারে?

মো. মাসুদ রানা : হ‍্যাঁ, যদি কেউ ইনকমপ্লিট আবেদন করে, রিক্রুটিং এজেন্সি যদি তার কাজ না করে আমাদের কাছে চলে আসে তাহলে আইনগতভাবে বিএমইটির সুযোগ নাই ম‍্যানপাওয়ার কার্ড পাওয়ার ক্লিয়ারেন্স দেয়ার।

মাইগ্রেশন কনসার্ন : আপনাকে ধন‍্যবাদ

মো. মাসুদ রানা : আপনাকেও ধন‍্যবাদ।

Logo