Logo
×

Follow Us

অন্যান্য

ভারতের সিকিম গেলে দিতে হবে বাড়তি ফি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১০:১৪

ভারতের সিকিম গেলে দিতে হবে বাড়তি ফি

পর্যটকদের জন্য এন্ট্রি ফি বা প্রবেশ মূল্য বসানোর সিদ্ধান্ত নিল সিকিম প্রশাসন। চলতি বছরের মার্চ মাস থেকে তা চালু হচ্ছে। পর্যটকপিছু ৫০ টাকা এন্ট্রি ফি ধার্য করা হয়েছে। এই মূল্যে একজন পর্যটক এক মাস সিকিমে ঘুরতে পারবেন। অনূর্ধ্ব ৫ বছরের শিশু এবং সরকারি কাজে সিকিমে যাওয়া ব্যক্তিদের অবশ্য কোনো ধরনের প্রবেশ মূল্য দিতে হবে না। সিকিম প্রশাসনের এই সিদ্ধান্তে সেখানে ভ্রমণের খরচ সামান্য বাড়তে চলেছে পর্যটকদের।

কীভাবে নেয়া হবে পর্যটক প্রবেশ মূল্য বা ট্যুরিস্ট এন্ট্রি ফি?

প্রশাসন সূত্রে জানা গেছে, হোটেলে চেক ইন করার সময়ই এই অর্থ দিতে হবে, যা পরে হোটেল কর্তৃপক্ষ ট্যুরিজম সাসটেইনেবিলিটি ডেভেলপমেন্ট ফান্ড বা পর্যটনের স্থায়ী উন্নয়নের জন্য তৈরি ফান্ডে জমা করে দেবেন। এই অর্থ দিয়ে সিকিমের পর্যটন ব্যবস্থার আরো উন্নতির পরিকল্পনা করেছে স্থানীয় প্রশাসন। এর মধ্যে রয়েছে যোগাযোগ ব্যবস্থা, পরিচ্ছন্নতা, সিকিমের পর্যটন পরিকাঠামোর সার্বিক উন্নতি; সর্বোপরি পর্যটকদের ভ্রমণের অভিজ্ঞতা আরো ভালো করাই এই এন্ট্রি ফি নেয়ার লক্ষ্য বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সিকিমের পর্যটন এবং অসামরিক বিমান পরিবহন বিভাগের মুখ্য সচিব সি এস রাও জানিয়েছেন, এক মাস সিকিম ঘুরে দেখার জন্য পর্যটকদের ৫০ টাকা দিতে হবে। কোনো পর্যটক যদি এই এক মাসের মধ্যে সিকিম ছেড়ে ফের সেখানে প্রবেশ করে, সে ক্ষেত্রে পুনরায় তাকে এন্ট্রি ফি বাবদ ৫০ টাকা দিতে হবে। কিন্তু কোনো পর্যটক এক মাস টানা সিকিমে থাকলে তিনি যদি অন্য কোনো হোটেলে চেক ইন করেন, সে ক্ষেত্রে তাকে আলাদা করে এই অর্থ দিতে হবে না। স্বাভাবিকভাবেই মার্চ মাস থেকে এই ফি চালু হওয়ার কারণে পর্যটকদের সিকিম ভ্রমণের খরচ সামান্য বাড়তে চলেছে।

তথ্যসূত্র: এই সময় অনলাইন

Logo