
মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ উৎসব ঈদুল আজহা ২০২৫ সালের ৬ জুন শুক্রবার পড়তে পারে বলে জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি।
ইসলামি চন্দ্র বছরের শেষ মাস জিলহজ শুরু নির্দেশকারী চাঁদ ২৭ মে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ২৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে।
এ তথ্য নিশ্চিত করেছেন এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। তিনি জানান, চাঁদটি ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে (ইউএই সময় অনুযায়ী) উদিত হবে এবং সূর্যাস্তের পর প্রায় ৩৮ মিনিট দৃশ্যমান থাকবে, ফলে ওই সন্ধ্যায়ই তা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
যদি এই পূর্বাভাস সত্য হয়, তবে আরাফার দিন হবে ৫ জুন বৃহস্পতিবার, আর ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন শুক্রবার।
সংযুক্ত আরব আমিরাতের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আরাফা দিবস ও ঈদুল আজহা উপলক্ষে জিলহজের ৯ থেকে ১২ তারিখ পর্যন্ত চার দিন ছুটি থাকবে।
ঈদ যদি শুক্রবারে পড়ে, তবে বৃহস্পতিবার ও শুক্রবার থাকবে সরকারি ছুটি এবং শনিবার ও রোববার থাকবে নিয়মিত সাপ্তাহিক ছুটি, ফলে পুরো দেশে চার দিনের টানা ছুটি উপভোগ করা যাবে।তবে অন্যান্য ইসলামি উৎসবের মতোই, ঈদুল আজহার প্রকৃত তারিখ চাঁদ দেখার উপর নির্ভরশীল, যা এক দিন এদিক-ওদিক হতে পারে।
যদি ২৭ মে চাঁদ দেখা না যায়, তবে জিলহজ মাস শুরু হবে ২৯ মে, আর ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন শনিবার।
সে ক্ষেত্রে ছুটি হবে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত, তবুও চার দিনের ছুটি থাকবে; তবে তা সপ্তাহান্তের সাথে তেমনভাবে মিলে যাবে না। চূড়ান্ত ছুটির ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের পক্ষ থেকে ঈদের কাছাকাছি সময়ে দেওয়া হবে।
ঈদুল আজহা, যাকে “ত্যাগের উৎসব” বলা হয়। এই উৎসব নামাজ, পারিবারিক মিলনমেলা ও দানের মাধ্যমে উদযাপিত হয়। কোরবানি দেওয়া হয় এবং এর মাংস আত্মীয়স্বজন, বন্ধু ও গরিবদের মাঝে বণ্টন করা হয়।
সূত্র: গালফ নিউজ।