বিভিন্ন ক্যাটাগরিতে দক্ষ পেশাজীবি নিচ্ছে অস্ট্রেলিয়া (ভিডিও)

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০১:১৮
দক্ষ পেশাজীবির জয় বিশ্বজুড়ে। তাদেরকেই চাইছে উন্নত বিশ্বের বিভিন্ন দেশ। ব্যাতিক্রম নয় অস্ট্রেলিয়াও। দেশটি বিভিন্ন ক্যাটাগরিতে দক্ষ পেশাজীবি নিচ্ছে। আপনি কী আছেন সেই দলে? তবে কী আপনাকেই কী খুঁজছে অস্ট্রেলিয়া? তাহলে মিলিয়ে দেখতে পারেন, দেশটির চাওয়ার সাথে আপনি ফিট করেন কিনা।
অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট ও হোম এ্যাফেয়ার্সের ওয়েব সাইট পর্যালোচনা করে দেখা যাচ্ছে, দেশটিতে স্কিলস ইন ডিম্যান্ড, ভিসা সাব ফোর এইট টুতে তে, বিভিন্ন সেক্টরে দক্ষ পেশাজীবি খুঁজছে অস্ট্রেলিয়া। কিন্তু কোন কোন পেশার মানুষ দরকার অস্ট্রেলিয়ার, তাতে শর্তই বা কী কী?