Logo
×

Follow Us

ইউরোপ

মুখ সনাক্তকরণ অ‍্যাপ চালু হয়েছে যুক্তরাজ‍্যে, শংকা নাগরিকদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:০৪

মুখ সনাক্তকরণ অ‍্যাপ চালু হয়েছে যুক্তরাজ‍্যে, শংকা নাগরিকদের

মুখ সনাক্তকরণ অ‍্যাপ চালু হয়েছে যুক্তরাজ‍্যে

যুক্তরাজ্যে পুলিশের ব‍্যবহারের জন‍্য প্রথমবারের মতো মুখমন্ডল শনাক্তকরণ অ্যাপ চালু হয়েছে। অপারেটর ইনিশিয়েটেড ফেসিয়াল রিকগনিশন, নামে পরিচিত এই অ্যাপটি, ইতিমধ্যেই দক্ষিণ ওয়েলসের ৭০ জন পুলিশ কর্মকর্তা মাধ্যমে পরীক্ষা করা হয়েছে।  


পুলিশ জানিয়েছে, অচেতন বা মৃত ব্যক্তিদের ক্ষেত্রে এই অ্যাপটি দ্রুত ব‍্যাক্তিতে শনাক্ত করতে সাহায্য করবে। কেউ অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ওয়ান্টেড হলে, অ্যাপটি দ্রুত গ্রেপ্তার ও আটক নিশ্চিত করতে সহায়ক হবে, বলে জানানো হয়েছে।


যুক্তরাজ‍্যের পুলিশ বিভাগ আরও বলেছে, এতে করে ব‍্যাক্তির পরিচয় নির্ভুলভাবে জানা যাবে। ফলে, এজন‍্য সন্দেহভাজন কাউকে থানায় বা হেফাজত নেয়ার প্রয়োজন হবে না। পুলিশ জানিয়েছে, অ্যাপের মাধ্যমে তোলা ছবি, সংরক্ষণ করা হবে না। 


পুলিশের জন‍্য এই এ‍্যাপ অপরাধী শনাক্ত করা সহজ হলেও, এ দ্বারা, মানবাধিকার লংঘনের আশংকা দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের আশংকা,  এই অ্যাপ জনগণের অধিকার এবং পুলিশের ক্ষমতার মধ্যে বিপজ্জনক ভারসাম্যহীনতা তৈরি করবে। 


বায়োমেট্রিক বিশেষজ্ঞ স্টিফেনি হেয়ার বলছিলেন, এ ধরনের নজরদারির প্রযুক্তি মারাত্নক হুমকি হিসেবে দেখা দিতে পারে, যদি কখনো দেখা যায় যে, দেশে একটি কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় এলো, তখন এই প্রযুক্তি, পাবলিকের বিরুদ্ধেই অস্ত্র হিসেবে ব‍্যবহৃত হতে পারে। 


মানবাধিকার সংগঠনগুলো বলছে, বৃটেনে নাগরিকদের কারো, পুলিশকে পরিচয় দেওয়ার বাধ্যবাধকতা নেই, যদি না খুব গুরুত্বপূর্ণ কারণ থাকে। কিন্তু এই অনিয়ন্ত্রিত নজরদারির প্রযুক্তি, মৌলিক অধিকার কেড়ে নেওয়ার হুমকি সৃষ্টি করছে।

Logo