মধ্যপ্রাচ্যের আশপাশে ১০টি অবিশ্বাস্য সুন্দর স্থান!

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ২১:৩৬










বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট ডেসটিনেশন সংযুক্ত আরব আমিরাতের দুবাই। কী নেই সেখানে; নামিদামি হোটেল, রিসোর্ট, বড় বড় এমিউজমেন্ট পার্ক ও ক্যাসিনো। কিন্তু এসব বড় বড় দালানে, টাকা পয়সার ঝনঝনানিতে যাদের মন নেই, যারা প্রকৃতির সান্নিধ্যে কাটাতে চান অবসর, তাদের জন্য অবিশ্বাস্য সব লোকেশন আছে পুরো মধ্যপ্রাচ্যজুড়েই। দুবাই থেকে স্বল্প সময়ের দূরত্বে এসব মনকাড়া স্থানগুলো আপনাকে দেবে শান্তির শীতলতা। দেখে নিন এমন ১০টি গন্তব্যের ছবি।