Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে ট্যাক্সি চালাতে অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:১৭

ওমানে ট্যাক্সি চালাতে অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

ওমানে চলতি বছরের রমজানে ট্যাক্সি ড্রাইভিংয়ের ক্ষেত্রে নতুন একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, দেশটির আইকনিক কমলা ও সাদা ট্যাক্সিগুলোকে এখন একটি অনুমোদিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে চলাচল করতে হবে।

পরিবহন মন্ত্রণালয়ের নতুন নিয়ম অনুযায়ী, ট্যাক্সি চালকদের আটটি অনুমোদিত মোবাইল প্ল্যাটফর্মের মধ্যে একটি ব্যবহার করতে হবে। এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে OTaxi, Tasleem, Marhaba, Oman Taxi, Hala ও Taxi Muscat। নতুন নিয়মের উদ্দেশ্য হলো সব ট্যাক্সি মিটারযুক্ত ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে চলাচল করা, যা যাত্রীদের জন্য সেবার মান উন্নত করবে এবং চালকদের জন্য ন্যায্যতা নিশ্চিত করবে।

নতুন নিয়মের জন্য প্রথমে জানুয়ারি ১ তারিখ নির্ধারণ করা হলেও পরে একাধিক সময়সীমা বাড়ানো হয়। পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ১ এপ্রিল চূড়ান্ত সময়সীমা, এরপর যদি কোনো ট্যাক্সি রেজিস্ট্রেশন সম্পন্ন না করে, তারা আর চলাচল করতে পারবে না।

এছাড়া, ট্যাক্সি চালকদের জন্য নির্দিষ্ট যোগ্যতার শর্ত নির্ধারণ করা হয়েছে। চালকদের কমপক্ষে তিন বছরের লাইট ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স, ২১ থেকে ৬০ বছর বয়স এবং মাসিক আয় ৬০০ রিয়ালের বেশি না হওয়ার শর্ত রয়েছে।

এছাড়া, এয়ারপোর্ট, বন্দর এবং হোটেলগুলোতে চলাচলকারী ট্যাক্সির জন্য গাড়ির বয়সের সীমা সাত বছর এবং পাবলিক ও বাণিজ্যিক স্থানগুলোতে চলাচলকারী ট্যাক্সির জন্য ১০ বছর নির্ধারণ করা হয়েছে। তবে চালকরা যদি শারীরিকভাবে ফিট হন, তাহলে এক বছরের বাড়তি সময়সীমা দেয়া হতে পারে।

এই পরিবর্তন শুধু কার্যক্ষমতা বাড়ানোর জন্য নয়, বরং ভোক্তা সুরক্ষা নিশ্চিত করার জন্যও গুরুত্বপূর্ণ। নতুন সিস্টেমের মাধ্যমে, যাত্রীরা একক মূল্যে ভাড়া, ডিজিটাল রসিদ এবং রাইডের রিয়েল-টাইম ট্র্যাকিং সুবিধা পাবেন, যা আধুনিক ব্যবহারকারীদের কাছে অত্যন্ত প্রত্যাশিত।

পরিবহন মন্ত্রণালয় বাকি ট্যাক্সি অপারেটরদের দ্রুত এই পরিবর্তন কার্যকর করার জন্য তাগিদ দিয়েছে এবং নতুন নীতিমালাগুলোর উদ্দেশ্য ওমানের জাতীয় উন্নয়ন লক্ষ্য অনুযায়ী একটি স্মার্ট এবং সংহত পরিবহন ব্যবস্থা গড়ে তোলা।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo