সৌদি আরবে বেকারত্ব কমে ৭ শতাংশ, চাকরির বাজার আরও শক্তিশালী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১২:৩০

সৌদি আরবে চাকরির বাজার ক্রমেই শক্তিশালী হচ্ছে, ফলে ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে দেশটির নাগরিকদের বেকারত্বের হার কমে ৭ শতাংশে নেমে এসেছে। সৌদি পরিসংখ্যান কর্তৃপক্ষ (GASTAT) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এটি আগের প্রান্তিক ও গত বছরের একই সময়ের তুলনায় ০.৮ শতাংশ কম।
চাকরির বাজারে ইতিবাচক প্রবণতা
সৌদি আরবে কর্মসংস্থান বৃদ্ধির এই প্রবণতা দেশটির অর্থনৈতিক অগ্রগতির প্রতিফলন। পরিসংখ্যান অনুযায়ী, সৌদি নাগরিকদের কর্মসংস্থান অনুপাত ০.১ শতাংশ বেড়ে ৪৭.৫ শতাংশে পৌঁছেছে, যা ২০২৩ সালের তুলনায় ১ শতাংশ বেশি। তবে সামগ্রিক শ্রমশক্তি অংশগ্রহণের হার ৬৬.৪ শতাংশে নেমেছে, যা আগের প্রান্তিকের তুলনায় ০.২ শতাংশ এবং বার্ষিক ভিত্তিতে ০.৬ শতাংশ কম।
নারী ও পুরুষের কর্মসংস্থান প্রবণতা
নারীদের অংশগ্রহণ: সৌদি নারীদের শ্রমশক্তি অংশগ্রহণের হার ০.২ শতাংশ কমে ৩৬ শতাংশ হয়েছে। তবে তাদের কর্মসংস্থান অনুপাত ০.৫ শতাংশ বেড়ে ৩১.৮ শতাংশে পৌঁছেছে এবং বেকারত্বের হার ১.৭ শতাংশ কমে ১১.৯ শতাংশ হয়েছে।
পুরুষদের অংশগ্রহণ: সৌদি পুরুষদের শ্রমশক্তি অংশগ্রহণের হার ০.৭ শতাংশ কমে ৬৬.২ শতাংশ হয়েছে এবং কর্মসংস্থান অনুপাত কমে ৬৩.৪ শতাংশে নেমেছে। তবে তাদের বেকারত্বের হার কমে ৪.৩ শতাংশ হয়েছে।
তরুণদের চাকরির বাজার
১৫-২৪ বছর বয়সী সৌদি নারীদের কর্মসংস্থান অনুপাত ০.৩ শতাংশ বেড়ে ১৩.৯ শতাংশে পৌঁছেছে। সৌদি পুরুষ যুবকদের কর্মসংস্থান অনুপাত অপরিবর্তিত থাকলেও তাদের শ্রমশক্তি অংশগ্রহণের হার ০.৮ শতাংশ কমে ৩৩.৮ শতাংশ হয়েছে। তরুণদের বেকারত্বের হার ১.৮ শতাংশ কমে ১২.২ শতাংশ হয়েছে।
সৌদি নাগরিকরা গড়ে ৫টি ভিন্ন পদ্ধতিতে চাকরি খোঁজেন। সবচেয়ে জনপ্রিয় পদ্ধতিগুলো হলো:
- আত্মীয়স্বজনের মাধ্যমে চাকরির তথ্য সংগ্রহ (৮৬.৯%)
- সরাসরি নিয়োগকারীদের কাছে আবেদন করা (৭৩.৯%)
- জাতীয় কর্মসংস্থান প্ল্যাটফর্ম Jadarat ব্যবহার করা (৬৫.৪%)
কাজ করার আগ্রহ
- ৯৪.১% সৌদি নাগরিক বেসরকারি খাতে কাজ করতে ইচ্ছুক।
- ৬১.৯% সৌদি নারী এবং ৪৫.২% সৌদি পুরুষ কমপক্ষে এক ঘণ্টা যাতায়াতে আগ্রহী।
- ৭৭.৫% সৌদি নারী এবং ৯০.৭% সৌদি পুরুষ দৈনিক ৮ ঘণ্টা বা তার বেশি সময় কাজ করতে প্রস্তুত।
Vision 2030 এবং ভবিষ্যৎ প্রত্যাশা
সৌদি আরবের Vision 2030-এর অন্যতম লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনীতিকে বহুমুখী করা। সাম্প্রতিক চাকরির বাজারের এই উন্নতি দেশটির দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ অগ্রগতি নির্দেশ করে। শ্রমশক্তির অংশগ্রহণ বৃদ্ধির পাশাপাশি আরো বেশি কর্মসংস্থান তৈরি করা হলে দেশটি তার অর্থনৈতিক লক্ষ্য অর্জনে আরো এগিয়ে যাবে।
তথ্যসূত্র: আরব নিউজ