কাজাখস্তান: ভিসা ছাড়াই ঘুরে আসুন অনিন্দ্যসুন্দর এই দেশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১১:২২

এশিয়ার অন্যতম সুন্দর দেশ কাজাখস্তান। এই দেশে যেতে ভিসা লাগে না। এই দেশটি তার নামের মতোই আকর্ষণীয় এবং সুন্দর। মাত্র ৩ দিনেই দেশটি ঘুরে আসতে পারেন। ভ্রমণের খরচও কম।
কাজাখস্তান যেতে আগে থেকেই ভিসা সংগ্রহ করতে হয় না। দেশটির এয়ারপোর্টে পৌঁছে অন অ্যারাইভাল ভিসা সংগ্রহ করতে হয়।
কাজাখস্তান কেমন দেশ?
নামের মতোই সুন্দর আর আকর্ষণীয় মধ্য এশিয়ার এই দেশ। এটি এমন একটি দেশ যেটি বাজেট ফ্রেন্ডলি। এমনকি আকর্ষণীয় সেখানকার দর্শনীয় স্থানগুলোও। শুধু তাই নয়, এখানকার মুদ্রাও বেশ সস্তা। সে দেশে গিয়ে যদি বার্গার খেতে চান, তাহলে ৯০ টাকারও কম দামে সুস্বাদু বার্গার পেয়ে যাবেন। এদিকে কাজাখস্তান ‘নাইট লাইফ’ প্রিয় অনেকের কাছে। ওখানকার রাতের জীবন অতুলনীয়।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর
কাজাখস্তান বিশ্বের নবমতম বৃহত্তম দেশ এবং বিশ্বের দীর্ঘতম সীমান্তের দেশ। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনার বিদেশি ভ্রমণকে এক অন্য পর্যায়ে নিয়ে যাবে। সেই সঙ্গে এখানকার উপত্যকা, পাহাড়, হ্রদ, ইতিহাস ও সংস্কৃতিকে ঘনিষ্ঠভাবে জানার সুযোগ পাবেন।
আলমাটি হ্রদ খুবই সুন্দর। আলমাটি কাজাখস্তানের দক্ষিণ অংশে অবস্থিত। দেশটিতে যাওয়ার ভ্রমণ ক্লান্তি ভুলিয়ে দেবে কাজাখস্তানের সৌন্দর্য। সমুদ্রপৃষ্ঠ থেকে এই হ্রদের উচ্চতা প্রায় ২৫১১ মিটার। জলবিদ্যুৎ শক্তির পাশাপাশি পানীয় পানির উৎস হিসেবেও আলমাটি হ্রদ ব্যবহৃত হয়।
শ্যারিন ক্যানিয়ন
শ্যারিন ক্যানিয়ন আলমাটির প্রায় ২১৫ কিলোমিটার পূর্বে শ্যারিন জাতীয় উদ্যানে অবস্থিত। ড্রাইভ করে প্রায় চার ঘণ্টার মধ্যে পৌঁছানো যায় এখানে। এই গিরিখাতের আয়তন আমেরিকান ক্যানিয়নের চেয়ে কম, কিন্তু তা সত্ত্বেও এই ক্যানিয়নটি দেখতে দারুণ আকর্ষণীয়।
কোক টোবি হিল
কোক টোবি কাজাখস্তানের একটি পাহাড়। এখানে যাতায়াতের সবচেয়ে সহজ উপায় হলো ক্যাবল কার। কোক টোবি হিলে ক্যাবল কার যাত্রার পর সেখানকার স্থানীয় স্টল এবং রেস্তোরাঁয় সুস্বাদু সব খাবার চেখে দেখার সুযোগ পাবেন। ঘুরে নিতে পরেন এখানকার চিড়িয়াখানাও।
তথ্যসূত্র: অনলাইন