Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

ট্রাম্পের আমেরিকা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিদেশি পর্যটকরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১১:৪২

ট্রাম্পের আমেরিকা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিদেশি পর্যটকরা

যুক্তরাষ্ট্রে বিদেশি পর্যটকের সংখ্যা ২০২৫ সালে ৫.১ শতাংশ কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ট্যুরিজম ইকোনমিকস। এটি পূর্ববর্তী ৮.৮ শতাংশ বৃদ্ধির পূর্বাভাসের তুলনায় উল্লেখযোগ্য পতন। পর্যটকদের খরচও ১০.৯ শতাংশ কমতে পারে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

ট্যুরিজম ইকোনমিকসের প্রেসিডেন্ট অ্যাডাম স্যাকস জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের নীতির কারণে যুক্তরাষ্ট্রের প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছে, যা পরিস্থিতিকে আরো খারাপ করে তুলেছে।

ট্রাম্পের নীতির প্রভাব

সম্প্রতি ট্রাম্প প্রশাসন কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ করেছে এবং ইউরোপীয় ইউনিয়নের ওপরও শুল্ক বসানোর হুমকি দিয়েছে। পাশাপাশি অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ এবং সরকারি সংস্থাগুলোর কর্মী ছাঁটাইয়ের মতো নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্যুরিজম ইকোনমিকস জানায়, “ট্রাম্প প্রশাসনের বিতর্কিত নীতি ও বক্তব্য আন্তর্জাতিক ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে আসতে নিরুৎসাহিত করবে। অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদের আমেরিকায় পাঠানো বন্ধ করতে পারে, যা ব্যবসায়িক ভ্রমণেও নেতিবাচক প্রভাব ফেলবে।”

ওয়ার্ল্ড ট্যুরিজম ফোরাম ইনস্টিটিউট সতর্ক করেছে, যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতি, শক্তিশালী ডলার এবং বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা দীর্ঘমেয়াদে দেশটির পর্যটন খাতের চিত্র বদলে দিতে পারে।

পর্যটকদের প্রতিক্রিয়া

বিভিন্ন দেশের পর্যটকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ফ্রান্স, উজবেকিস্তান ও আর্জেন্টিনার কয়েকজন পর্যটক জানিয়েছেন, তারা ভ্রমণ পরিকল্পনা বাতিল করেননি, তবে কিছুটা শঙ্কিত ছিলেন। আর্জেন্টিনার পর্যটক মারিয়েনেলা লোপেজ ও আইলেন হাজিকোভাকিস তাদের ইউরোপীয় পাসপোর্ট ব্যবহার করেছেন, যাতে যুক্তরাষ্ট্রে প্রবেশে কোনো সমস্যা না হয়। ফরাসি পর্যটক লরেন্ট লাগারদেরে বলেন, “আমেরিকানরা ট্রাম্পকে নির্বাচিত করেছে। তারা যদি খুশি না থাকে, তবে চার বছর পর পরিবর্তন করবে।”

কানাডার পর্যটকদের ভ্রমণ কমছে

২০২৪ সালে ২০.৪ মিলিয়ন কানাডিয়ান পর্যটক যুক্তরাষ্ট্রে গিয়েছিল, যা সর্বোচ্চ সংখ্যার মধ্যে একটি। কিন্তু ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতির কারণে কানাডিয়ানদের মধ্যে আমেরিকা সফর কমেছে। স্ট্যাটিস্টিকস কানাডা জানায়, “২০২৫ সালের ফেব্রুয়ারিতে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ ২৩ শতাংশ কমেছে, যা টানা দ্বিতীয় মাসের পতন।” এনওয়াইসি ট্যুরিজমের প্রেসিডেন্ট জুলি ককার জানান, “নিউইয়র্কে কানাডিয়ান পর্যটকদের সংখ্যা কমেছে। তারা হোটেল ও ব্রডওয়ে শো সংক্রান্ত অনলাইন সার্চও কম করছে।” তিনি আরো বলেন, “এখনো যুক্তরাজ্য বা ইউরোপ থেকে তেমন প্রভাব দেখা যাচ্ছে না, তবে আমরা এটি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি।" এদিকে ব্রিটেন ও জার্মানি তাদের নাগরিকদের সতর্ক করেছে, যেন তারা যুক্তরাষ্ট্র ভ্রমণের সময় তাদের কাগজপত্র সঠিকভাবে বহন করে, কারণ গ্রেফতারের ঝুঁকি থাকতে পারে।

২০২৫ সালে ৬৪ বিলিয়ন ডলার ক্ষতির শঙ্কা

যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান এয়ারলাইন্স ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, “কানাডা থেকে আমেরিকায় ভ্রমণ ব্যাপকভাবে কমেছে, এমনকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পর্যটনেও চাহিদা কমেছে।” ট্যুরিজম ইকোনমিকসের মতে, “২০২৫ সালে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পর্যটনের হ্রাসের কারণে যুক্তরাষ্ট্রের পর্যটন খাত প্রায় ৬৪ বিলিয়ন ডলার রাজস্ব হারাতে পারে।” বিশেষজ্ঞরা বলছেন, ডলারের মূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক মন্দার শঙ্কাও পর্যটকদের নিরুৎসাহিত করছে। ২০২৫ সালের রাইডার কাপ, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ও ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকস— এই বৃহৎ ক্রীড়া ইভেন্টগুলোতে বিদেশি দর্শকের সংখ্যা কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মাইগ্রেশন কনসার্ন রিপোর্ট।

Logo