Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আরবিতে দৈনন্দিন ব্যবহারের ৩০টি বাক্য শিখে রাখুন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২১

আরবিতে দৈনন্দিন ব্যবহারের ৩০টি বাক্য শিখে রাখুন

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আরবি ভাষা জানা অত্যন্ত জরুরী। বাংলাদেশের প্রবাসীদের মধ্যে একটা বড় অংশই কাজ করে মধ্যপ্রাচ্যে। তাই মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের আরবি জানা অত্যাবশ্যকীয়। প্রবাস জীবনের দৈনন্দিন প্রয়োজনে যেমন আরবি ভাষায় কথা বলার দক্ষতা জীবনকে সহজ করে দেয়, তেমনি আরবি জানাটা পেশাগত জীবনেও উন্নতির সোপান হিসেবে কাজে লাগে। চলুন মধ্যপ্রাচ্যের দৈনন্দিন ৩০টি আরবি বাক্য জানা যাক:

- এদিকে আসুন (তায়াল হেনা)

- আপনার নাম কী? (মাইসমুক/ইসইসমুক)

- আমার নাম আবদুলাহ (ইসমি আবদুলাহ)

- আপনি কেমন আছেন? (কাইফা হালুক)

- আমি ভালো আছি (তাইয়্যিব)

- আমার শরীর ভালো না (লাসতু বেখাইর)

- আপনি কোথা হতে এসেছেন? ( মিন আইনা জিইতা)

- আমি বাংলাদেশ হতে এসেছি (জিয়তু মিন বাংলাদেশ)

- কী জন্য এসেছেন? ( লিমা জিয়তা)

- বাড়ির কাজে এসেছি। (জিয়তু লিল আমাআল বাইত)

- কোন কোম্পানীতে চাকরি করার জন্য এসেছেন? (ফি আআয়্যিতি শারিকাতি জিয়তা লিল আমালি)

- কোম্পানির নাম .........    (ইসমুশ শারিকাহ ...........)

- কোম্পানির ঠিকানা কী? (মা হুয়া ওনওয়ানুশ শারিকাহ?)

- কোম্পানির ঠিকানা....( ওনওয়ানুশ শারিকাহ ... )

- কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এসেছেন?   (বিওয়াসিতাতি আইয়াতি ওয়াকালাতিল ইসতিকদাম জিয়তা?)

- রিক্রুটিং এজেন্সির নাম ... (ইসমু ওয়াসিতিল ইসতিকদাম...)

- পাসপোর্ট ও টিকেট দেখান ( হাতিল জাওয়ায ওয়াত তাযকিয়া)

- অনুগ্রহ পূর্বক একটু তাড়াতাড়ি (তায়াজ্জাল বিসামাহাতিকুম)

- আমি সৌদি রিয়াল চাই (আগীর রিয়ালাস সাউদি)

- আপনি এখন যেতে পারেন (ফাদাল)

- বের হওয়ার রাস্তা কোন দিকে?( ল মাখরাজ)

- বের হওয়ার রাস্তা এই দিকে (হাজা হুয়াল মাখরাজ)

- মালপত্র গ্রহণের স্থান কোথায়? (আইনা মওদউ ইসতিলামিল হাকীবাহ ওয়াল আফাশাহ?)

- মালপত্র গ্রহণের স্থান এই দিকে (হাজা হুয়াল মাওদাউ লি ইসতিলামিল হাকিবাহ ওয়াল আফাশাহ)

- আপনি কি এখানে এয়ারপোর্টে চাকরি করেন? (হাল আস্তা তাশতাগিলু ফি হাজাল মাত্বার)

- হ্যাঁ, এখানে চাকরি করি।( নায়াম আশতাগিলু ফি হাজাল মাত্বার)

- নিয়োগকারী কোম্পানির প্রতিনিধি আমাকে গ্রহণের জন্য আসছে কি? হাল জায়া মুমাচ্ছিলু ছাহিজাল আমাল?)

- ট্যাক্সিস্ট্যান্ড কোথায়? (আইনা মাওকাফুত তাকসি?)

- হে ট্যাক্সি চালক রিয়াদ যাবে কি? (ইয়া সায়িকাত তাকসি হাল তাজহাবু ইলার রিয়াদ?)

তথ্যসূত্র: বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেইনিং ইন্সটিটিউট

Logo