Logo
×

Follow Us

ইউরোপ

নিত্য ব্যবহৃত কিছু সাধারণ ইতালিয়ান ভাষা ২

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৮

নিত্য ব্যবহৃত কিছু সাধারণ ইতালিয়ান ভাষা ২

যেকোন দেশে গেলেই সে দেশের ভাষা সম্পর্কের প্রাথমিক জ্ঞান থাকা জরুরী। সে আপনি কাজের জন্য যান কি দেশ ভ্রমনে যান। অনেকে আবার পড়ালেখার জন্যও বিদেশে যান। যে যেই উদ্দেশ্যেই যাক না কেন, সে দেশের মানুষের সাথে সাধারণভাবে মিশতে গেলে জানতে হবে সে দেশের স্থানীয় ভাষা। তেমনি, ইতালিতে গেলে জানতেতে হবে ইতালিয়ান ভাষা। অন্তত নিত্যদিনের ব্যবহার্য সাধারণ কিছু বাক্য জানলেই প্রাথমিকভাবে কাজ চালিয়ে নেয়া যেতে পারে।

আজ আমরা জানবো তেমনি কিছু ইতালিয়ান বাক্য, যা আপনাকে এয়ারপোর্টে নেমে স্থানীয় কারো সহযোগিতা পেতে সাহায্য করবে।

-       হ্যালো, শুভ সকাল (চিয়াও, বুয়োনগিয়র্নো)

-       ধন্যবাদ (গ্র্যাজি)

-       আপনি কেমন আছেন? (কোমে স্টাই)

-       আমি ভালো আছি, ধন্যবাদ (স্ট বেনে, গ্র্যাজি)

-       আমি রোমে যেতে চাই, কিভাবে যাবো (ভজিয়ো আন্দারে আ রোমা)?

-       আপনি এয়ারপোর্টের বাইরেই ট্যাক্সি পাবেন, রোমের কোথায় যাবেন (পুই প্রেন্দারে উন ট্যাক্সি প্রোপ্রিও ফুয়োরি দালএরেপোর্তো, দোভে আন্দারে আ রোমা)?

-       আমি রোম শহরে অত্তাভিয়ায় যাবো  (আন্দ্রে আদআত্তাভিয়া নেল্লা চিত্তা দি রোমা)

-       সাবধানে যাবেন, অনেক সময় লাগবে (স্তাই এতেন্তো, চি ভোরা মোল্টো )

-       অসংখ্য ধন্যবাদ (গ্র্যাজিও মিলে)

-       আপনাকেও ধন্যবাদ (গ্র্যাসি আঙ্কেআ তে)

এরকম কিছু সাধারণ বাক্য ইতালিতে স্বাভাবিক জীবনযাত্রায় আপনাকে সাহায্য করবে।

Logo