শিখে রাখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি বাক্য - ২

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২১

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আরবি ভাষা জানা অত্যন্ত জরুরী। বাংলাদেশের প্রবাসীদের মধ্যে একটা বড় অংশই কাজ করে মধ্যপ্রাচ্যে। তাই মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের আরবি জানা অত্যাবশ্যকীয়। প্রবাস জীবনের দৈনন্দিন প্রয়োজনে যেমন আরবি ভাষায় কথা বলার দক্ষতা জীবনকে সহজ করে দেয়, তেমনি আরবি জানাটা পেশাগত জীবনেও উন্নতির সোপান হিসেবে কাজে লাগে। এর আগে শিখেছিলাম ৩০টি বাক্য। চলুন আজ দেখে নেবো আরো ৩০টি আরবি বাক্য, যা আপনার দৈনন্দিন কার্যক্রমকে সহজ করবে:
- হে ট্যাক্সি চালক, রিয়াদ যাবে কি? (ইয়া সায়িকাত তাকসি হাল, তাজহাবু ইলার রিয়াদ?)
- রিয়াদ যাওয়ার ভাড়া কত? (কাম উজরাহ লির্রিয়াদ?)
- ভাড়া ১০ রিয়াল (আশরাহ রিয়াল)আরবীতে দৈনন্দিন ব্যবহারের নতুন আরো ৩০টি বাক্য শিখে রাখুন
- আপনার ব্যবহার আমার কাছে খুব ভালো লাগে।(কালামুকা আহসানু জিদ্দান লাদাইয়া)
- খাবার হোটেল কোথায়? (আইনাল মাতয়াম?)
- আপনি কী খেতে পছন্দ করেন? (মাজা তুহিবু আন তাকুলা)
- আমি ভাত-মাছ খেতে পছন্দ করি। (আনা উহিববুর রুজ্জা ওয়াসসামাক)
- আমার জ্বর হয়েছে। (আছাবানিল হুম্মা)
- আমার ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। (আলাইয়া আন আযহাবা ইলাতত্বাবিব)
- আপনার আর কী কী অসুবিধা হয়? (আইয়াতু মুসকিলাতিল লাকা সিওয়া হাজা?)
- আমি রীতিমতো খেতে পারি না। (লা আসতাতিউল আকলা মাওয়াযিবান)
- আপনাকে অশেষ ধন্যবাদ। (শুকরান জায়িলান)
- আবার আসবেন। (জিয়ারাতিকুম মাররা ছানিয়া)
- আমাকে সাহায্য করুন। (সাইদ নি)
- আমি বিপদে আছি। (আনা ফি মুশকিলা)
- আমি কষ্টে আছি। (আনা তাবান)
- টাকা (ফুলুস)
- আমাকে বেতন দিন (আতিনি ফুলুস)
- আমাকে পানি দাও (আতিনি মাই)
- আমি বিপদে নাই (মাফি মুশকিলা)
- এই লোকটি আমার মালিক কিনা? (হাদা কফিল?)
- আমি বাংলাদেশে ফোন করব (মামা, আনা আতিনি সুয়াই টেলিফোন বাংলাদেশ)
- আমাকে বাবা ডাকছে (বাবা রিত আনা)
- আমি হাসপাতালে যেতে চাই (আনা বাদিক রহে মুস্তাসফা)
- আমি এটা খেতে পাচ্ছি না (আনা মাফিকি আক্কেল হায়দা)
- আমি ভাত খেতে চাই (আনা বাদ্দিক রোজ)
- আমি রুটি খেতে চাই না (আনা মাবাদ্দিক খবুজ)
- এটার নাম কি? (সুইসমিক হাদা)
- যাও (রোহ / রোহে)
তথ্যসূত্র: বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেইনিং ইন্সটিটিউট