Logo
×

Follow Us

বাংলাদেশ

বিদেশ যাবার আগে করতে পারেন আইটি কোর্স

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৫

বিদেশ যাবার আগে করতে পারেন আইটি কোর্স

বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে উচ্চ শিক্ষার জন্য গমনের সংখ্যা বাড়ছে দিনদিন। বিগত কয়েক বছরে কোনো কোনো দেশে বাংলাদেশি শিক্ষার্থী যাওয়ার হার বেড়েছে দ্বিগুণ। সংশ্লিষ্টরা বলছেন, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বাড়ার পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরির সুযোগও প্রসার হচ্ছে।

পর্যালোচনায় দেখা যায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, মালয়েশিয়া, চীন, জাপান ইত্যাদি দেশে উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে। তবে যাত্রার এ প্রস্তুতিতে সবাই যে সফল হচ্ছে তাও নয়। আবার দেখা যায়, যারা বিদেশ যাচ্ছে, সে দেশের পড়ালেখার পাশাপাশি মেধা ও যোগ্যতা অনুযায়ি কাজ পাচ্ছেনা বলে প্রয়োজনীয় অর্থ উপার্জনের জন্য মাত্রাতিরিক্ত কাজ করছে যা বাধাগ্রস্থ করে তার শিক্ষা ও শারিরীক অবস্থাকে।

এ অবস্থায় করণীয় হলো, দেশে থাকতেই এমন সব বিষয়ে কোর্স করে যাওয়া, যা তাকে সহজেই কম সময়ে অধিক উপার্জনের নিশ্চয়তা দেবে। এমনটাই মনে করেন, ই-লার্নির এন্ড আর্নিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের প্রযুক্তি বিশেষজ্ঞ আশিকুর রহমান।  

বিদেশে আইটি ফার্মে কাজ করতে গেলে বাংলাদেশ থেকে কোর্স করে গেলে কোন লাভ হবে – এমন প্রশ্নের জবাবে আশিকুর রহমান জানালেন, আইটি সেক্টরে যে গ্লোবাল প্রতিষ্ঠানগুলো আছে তাদের কোর্সগুলোর কারিকুলাম সারা পৃথিবীতেই এক। ফলে বাংলাদেশ থেকে স্টুডেন্টরা তাদের পড়াশোনার গ্যাপে এক বা একাধিক কোর্স করে গেলে তা তাদের ক্যারিয়ারকেই আমূল বদলে দেবে। অল্প পরিশ্রম করে এতো বেশি পরিমাণ ইনকাম হবে যাতে জীবনই বদলে যাবে শিক্ষার্থীর।  

বাংলাদেশে থেকে শিক্ষার্থীরা কোন সার্টিফিকেট কোর্সগুলো করলে উন্নত দেশগুলোতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন সহজ হবে। এমন প্রশ্নে আশিকুর রহমান জানালেন, যে কোন একটি বিষয়ের ওপর কোর্স করা যেতে পারেন, শিক্ষার্থীরা। হতে পারে তা মাইক্রোসফট, ফটোশপ বা অন‍্য যেকোন কোম্পানির। মাইগ্রেশনের কাজ করতে আগাতে থাকার সময় তিন মাস বা ছয় মাসের মধ‍্যেই এই কোর্স করে দক্ষ হয়ে উঠতে পারেন। বিদেশে গিয়ে পড়াশোনার পাশাপাশি এসব কাজ করে অতি সহজেই ইনকাম করা সম্ভব।    

স্টুডেন্ট ভিসায় বিদেশ যাওয়া শিক্ষার্থীদের দেশ থেকেই দক্ষতা অর্জন করে যাওয়া দরকার বলে মনে করেন এই প্রযুক্তি বিশেষজ্ঞ। এ দক্ষতা যেমন ব্যক্তিগতভাবে শিক্ষার্থীর অধিক আয় নিশ্চিত করবে, তেমনি দেশও আয় করবে বেশী রেমিট্যান্স। 

মাইগ্রেশন কনসার্ন রিপোর্ট

Logo