স্বল্প খরচে উন্নত স্বাস্থ্য সেবা; থাইল্যান্ডে যাচ্ছে রোগিরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১১:৪১

বাংলাদেশি রোগীদের জন্য আকর্ষনীয় গন্তব্য হয়ে উঠছে থাইল্যান্ড। বিশ্বমানের চিকিৎসা সুবিধা, তুলনামূলক সাশ্রয়ী খরচ এবং সহজ ভ্রমণ ব্যবস্থা থাইল্যান্ডকে জনপ্রিয় করে তুলেছে।
বাংলাদেশি
রোগীদের সংখ্যা বৃদ্ধি
সম্প্রতি,
ভারতের ভিসা জটিলতায় বাংলাদেশের একটি বড় সংখ্যক চিকিৎসা প্রার্থী বিকল্প চিকিৎসা গন্তব্য
খুঁজছেন। ফলে, থাইল্যান্ডে বাংলাদেশি রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, গত কয়েক মাসে বাংলাদেশি রোগীর সংখ্যা ২০ শতাংশ
বেড়েছে।
চিকিৎসা
খরচ ও সুবিধা
থাইল্যান্ডের
হাসপাতালগুলোতে চিকিৎসা খরচ ভারতের সমতুল্য বা কিছু ক্ষেত্রে কম হতে পারে। উদাহরণস্বরূপ,
থেপটারিন হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে।
হৃদযন্ত্রের চিকিৎসায় তাদের প্যাকেজগুলো ১৬,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকার মধ্যে পাওয়া
যায়। এছাড়া, ১৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষার খরচ ১০,০০০ টাকা থেকে ৫৫,০০০ টাকার মধ্যে।
থাইল্যান্ডে
প্রায় ১,০০০ হাসপাতাল রয়েছে, যার মধ্যে ৪৭০টির বেশি বেসরকারি। এশিয়ার অন্যতম বৃহৎ বেসরকারি
হাসপাতাল ব্যাংককে অবস্থিত। যুক্তরাষ্ট্রের জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনালের স্বীকৃতি
পেয়েছে ৬২টি হাসপাতাল।
বাংলাদেশিদের
মধ্যে জনপ্রিয় হাসপাতালগুলোর মধ্যে রয়েছে বামরুনগ্রাদ হাসপাতাল, ব্যাংকক হাসপাতাল এবং
থেপটারিন হাসপাতাল। বামরুনগ্রাদ হাসপাতাল পাঁচ তারকা মানের হলে বলে খরচও তুলনামূলক
বেশি। অন্যদিকে, থেপটারিন হাসপাতাল সাশ্রয়ী মূল্যে উচ্চমানের চিকিৎসা সেবা প্রদান করে।
বাংলাদেশি
রোগীদের জন্য থাইল্যান্ডে চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া সহজতর হয়েছে। ২০২৫ সালের ২ জানুয়ারি
থেকে থাইল্যান্ড বাংলাদেশিদের জন্য ই-ভিসা সেবা চালু করেছে, যা ভিসা আবেদন প্রক্রিয়া
সহজ ও কার্যকর করেছে।
ঢাকা
থেকে ব্যাংকক পর্যন্ত সরাসরি ফ্লাইট রয়েছে ভ্রমণকে করেছে সংক্ষিপ্ত ও সাশ্রয়ী। বিমান
বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং থাই এয়ারওয়েজ এই রুটে ফ্লাইট পরিচালনা
করে। ইকোনমি ক্লাসে রিটার্ন টিকিটের খরচ ৩৪,০০০ টাকা থেকে ৪৪,০০০ টাকার মধ্যে।
অত্যন্ত
উন্নত চিকিৎসা অবকাঠামোর পাশাপাশি থাইল্যান্ড হচ্ছে মনোমুগ্ধকর সৈকত ও প্রাকৃতিক সৌন্দর্যের
এক বিস্ময়কর দেশ। আর এটিই দেশটিকে বিশ্বের অন্যতম জনপ্রিয় অবকাশ স্থলে পরিণত করেছে।
দেশটির জনগণের সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে এবং সুস্বাদু খাবার পর্যটকদের অন্যতম আকর্ষণের
কেন্দ্র।
মাইগ্রেশন
কনসার্ন রিপোর্ট