Logo
×

Follow Us

চিকিৎসা

থাইল্যান্ডে কেন বাড়ছে চিকিৎসা পর্যটন?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৩৫

থাইল্যান্ডে কেন বাড়ছে চিকিৎসা পর্যটন?

থাইল্যান্ডে যাওয়া চিকিৎসা পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

২০০০ সালের পর থেকে গত দুই দশকে থাইল্যান্ডে যাওয়া চিকিৎসা পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

থাইল্যান্ডে চিকিৎসা পর্যটন জনপ্রিয় হওয়ার কারণ প্রধানত তিনটি। সেগুলো হলো কম খরচে মানসম্পন্ন চিকিৎসা, উন্নতমানের বেসরকারি চিকিৎসা কেন্দ্র এবং উন্নত পর্যটন শিল্প।

২০২৩ সালের মেডিকেল ট্যুরিজম ইনডেক্স’র তথ্য অনুসারে, সারা বিশ্বের প্রায় ২০ লাখ মেডিকেল ট্যুরিস্ট গত বছরে থাইল্যান্ড ভ্রমণ করেছেন এবং এতে করে দেশটি মেডিকেল ট্যুরিজমখাতে বিশ্বের ৪র্থ জনপ্রিয় দেশ হয়ে উঠেছে। রোগীদের জন্য সাশ্রয়ী চিকিৎসা পদ্ধতি এবং ভালো ডাক্তারদের সেবা প্রদানের কারণে থাইল্যান্ড বহুসংখ্যক রোগীর কাছে অগ্রাধিকার গন্তব্যে পরিণত হয়েছে।

জনপ্রিয় চিকিৎসা পর্যটন গন্তব্যগুলো সাধারণত উচ্চ মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি দক্ষ ও পেশাদার কর্মী দিয়ে চিকিৎসা নিশ্চিত করে এবং আধুনিক সুযোগ-সুবিধা প্রদান করে। এর পাশাপাশি রোগীদের এবং তাদের সঙ্গে থাকা ব্যক্তিদের যাত্রা আরামদায়ক এবং সুবিধাজনক করতেও এসব দেশ বিভিন্ন সুবিধা প্রদান করে থাকে।

থাইল্যান্ডে প্রায় এক হাজার হাসপাতাল রয়েছে, যার মধ্যে ৪৭০ টিরও বেশি বেসরকারি ক্লিনিক। এছাড়া এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি হাসপাতালও রয়েছে দেশটিতে। দেশটির বিখ্যাত বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালের মতে, ২০৩০ সালের মধ্যে থাই মেডিকেল ট্যুরিজমের প্রবৃদ্ধি হবে অন্তত ৪৩ শতাংশ। ফলে থাই মেডিকেল ট্যুরিজম খাতের আর্থিক আকার দাঁড়াবে ১৬ বিলিয়ন মার্কিন ডলারে।

থাইল্যান্ডে চিকিৎসার খরচ বেশ অনেকটাই কম। মূলত পশ্চিমা দেশগুলোর তুলনায় দেশটিতে চিকিৎসার খরচ সাধারণত ২০-৫০ শতাংশ কম। সাশ্রয়ী চিকিৎসার কারণে চিকিৎসা পর্যটকরা দেশটিতে ঘোরাঘুরি করার জন্য অর্থও সঞ্চয় করতে পারেন।

এছাড়া থাইল্যান্ডের বেসরকারিখাত ক্রমবর্ধমানসংখ্যক চিকিৎসা অবকাঠামো নির্মাণ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে এসব অবকাঠামোগুলোকে বিশ্বের সেরা হাসপাতালগুলোর সাথেও তুলনা করা যেতে পারে। এছাড়া থাইল্যান্ডের চিকিৎসকরাও একইভাবে সুশিক্ষিত এবং প্রশিক্ষিত। তাদের অনেকেরই যুক্তরাষ্ট্র বা ইউরোপ বা উভয় জায়গা থেকে পাওয়া পেশাদার সনদপত্রও রয়েছে।

অত্যন্ত উন্নত পর্যটন অবকাঠামোর পাশাপাশি থাইল্যান্ড হচ্ছে মনোমুগ্ধকর সৈকত ও প্রাকৃতিক সৌন্দর্যের এক বিস্ময়কর দেশ। আর এটিই দেশটিকে বিশ্বের অন্যতম জনপ্রিয় অবকাশ স্থলে পরিণত করেছে। দেশটির জনগণের সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে এবং সুস্বাদু রন্ধনপ্রণালী নিয়ে গর্ব করার পাশাপাশি তারা পর্যটকদের স্বাগত জানাতেও সবসময় মুখিয়ে থাকে।


তথ্যসূত্র: ঢাকা পোস্ট 

Logo