Logo
×

Follow Us

ভিডিও

দালালের লাগাম টেনে ধরাই চ্যালেঞ্জ (ভিডিও)

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৯:৪৮

দালাল ধরেই দেশের নানান প্রান্তের কর্মীরা যাচ্ছেন বিদেশে। যাদের বেশির ভাগ ভালো অভিজ্ঞতার ভেতর দিয়ে গেলেও, প্রতিনিয়ন ঘটছে নানা রকম হয়রানি আর জালিয়াতির ঘটনা। 

মানিকগঞ্জের রাজমিস্ত্রি শফিকুল সেই ভাগ‍্যবিড়ম্বিতদের একজন যিনি সৌদি যেতে পারলেও, দালালের খপ্পরে পড়ে,  ফিরে আসতে হয়েছিলো ১৫ দিনের মাথায়। চড়া সুদে ধারকর্জ করায় টাকা ফেরত দিতে, ছয় মাস দাদন খাটতে হয়েছে শফিকুলকে।

নিরাপদ অভিবাসন নিয়ে কাজ করা প্রতিষ্ঠান রামরু’র এক গবেষণা জানাচ্ছে, ১৯ শতাংশ কর্মী টাকা দিয়েও বিদেশ যেতে পারে না। আর ৩২ শতাংশ বিদেশ যেতে পারলেও, নানান রকমভাবে হয়রানীর শিকার হয়। তারপরও, দালাল নিয়ন্ত্রণ করা বা তাদের নিয়ন্ত্রণের জন‍্য একটি সমন্বিত উদ‍্যোগ নেয়া সম্ভব হয় নি। 

Logo