Logo
×

Follow Us

ভিডিও

জাপান যেতে দরকার দক্ষতা, জানতে হবে ভাষা (ভিডিও)

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৯:১০

ষোলটি ক‍্যাটাগরিতে কর্মী খুঁজছে জাপান। কিছু কিছু কাজ সহজ এবং সেই চাকরি পেতে লম্বা সময়ের প্রশিক্ষণও লাগে না। সাধারণ প্রশিক্ষণ আর জাপানি ভাষা জানলে বাংলাদেশ থেকে কর্মীদের জাপান যেতে পারার বড় সুযোগ আছে। কিন্তু কোন কোন ক‍্যাটাগরিতে কর্মী চাইছে জাপান?

জাপানের মিনিস্ট্রি অব ফয়েন এ‍্যাফেয়ার্সের তথ‍্য জানাচ্ছে, ষোলটি কাজে দেশটি দক্ষকর্মী বা পেশাজীবী খুঁজছে। কিন্তু বাংলাদেশ থেকে একটু একটু করে লোক যাচ্ছে মূলক পাঁচটি কাজে যেমন, বাড়িঘর নির্মান কর্মী, কেয়ার গিভার, ক্লিনার, ড্রাইভার ও কৃষিকাজে। তবে, বাড়িঘরের নির্মান কর্মীর কাজে জাপানিজ ভাষার দক্ষতা বেশি লাগে।

Logo