দেশে দেশে বিক্রি হচ্ছে সিটিজেনশিপ। অঢেল টাকা আর সম্পদ থাকলেই পছন্দের দেশের সিটিজেনশিপ পাওয়া সম্ভব। কিন্তু কোন কোন দেশের নাগরিকত্ব বিক্রি হয়? তাতে কতটাকাই বা লাগে?
নাগরিকত্ব বিক্রি বা অর্থ বিনিয়োগ করে নাগরিকত্ব দেয়া, অনেক উন্নত দেশের একটা বড় ব্যবসা। দেশগুলো বিপুল লাভের মুখ দেখে এই সিটিজেনশিপ দিয়ে।কিন্তু কারা কেনেন সিটিজেনশিপ? কেনই বা কেনেন।