চলতি বছরে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে বাংলাদেশে।
চলতি বছরের মার্চ মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে বাংলাদেশে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী সেই সংখ্যা প্রায় তিন বিলিয়ন ডলার। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আর রোজাকে কেন্দ্র করে, মার্চের ২৬ তারিখ পর্যন্ত গণনায় সেটি ২.৯৬ বিলিয়ন মার্কিন ডলার।
ব্যাংকিং খাতের কর্তব্যক্তিরা বলছেন, বাংলাদেশের ইতিহাসে এক মাসে প্রায় তিন বিলিয়ন রেমিট্যান্স আসা একটি রেকর্ড। কিন্তু কি কারণে ব্যাংকিং চ্যানেলে, বৈধ পথেই আসছে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স? তবে কী হুন্ডি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন প্রবাসীরা?