সারা পৃথিবীতে মানব পাচার এক মারাত্নক সমস্যার নাম। পাচারের রয়েছে বিপজ্জনক সব গোপন রুট। সেই সব রুটে, যাত্রার পথে পথে কেবলই মৃত্যুর হাতছানি।
পৃথিবীর গরীব দেশগুলোর মানুষ, তাদের কেউ কেউ ধনী দেশেগুলোতে যাবার চেষ্টা করে, জীবন বাজি রাখে। তাই অনেককে ঠেকানো দায়, বেপরোয়া পাচারকারিরাও। তাই থামেনা মানব পাচার। অনেকের অজানা কতটা মারাত্নক সেই সব রুট। কিন্তু জানেন কী মানব পাচারের সবচেয়ে বড় রুটগুলো কোনগুলো? কেন সেগুলো রুটগুলো মারাত্নক?