Logo
×

Follow Us

ইউরোপ

ইতালিতে ভিসা প্রক্রিয়া সহজ করতে অনুরোধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১১:৩৫

ইতালিতে ভিসা প্রক্রিয়া সহজ করতে অনুরোধ

সংবাদের অডিও শুনতে ক্লিক করুন

ইতালিতে কাজের অনুমতি (নুলস্তা) যাচাই করে ভিসা দিচ্ছে দেশটি। যারা ২০২৪ সালের ১১ অক্টোবরের আগে নুলস্তাসহ ভিসা আবেদন করেছেন এবং যাদের এখনো কোনো তথ্য আসেনি, তাদের আবেদন বহাল রয়েছে। ১৯ মার্চ এ তথ্য পররাষ্ট্র সচিব মো জসীম উদ্দিনকে জানান ঢাকায় ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, ঢাকায় ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে অভিবাসী শ্রমিকদের ভিসা জমে থাকা আবেদনগুলো নিয়ে আলোচনা করেন পররাষ্ট্র সচিব। ভিসার আশায় থাকা অভিবাসী প্রত্যাশীদের নুলস্তার মেয়াদ শেষ হয়ে যাওয়া বা বাতিল হওয়ার কারণে আবেদনকারী ও তাদের পরিবার বড় অর্থনৈতিক, সামাজিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ফলে দ্রুত সময়ের মধ্যে তা সমাধানে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন পররাষ্ট্র সচিব। এ সময় রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবকে জানান, ২০২৪ সালের ১১ অক্টোবর ইতালি সরকার নতুন আইন করেছে। ফলে ২০২৪ সালের ২২ অক্টোবরের আগে বাংলাদেশিদের অনুকূলে দেয়া নুলস্তাগুলো বর্তমানে স্থগিত অবস্থায় রয়েছে। ফলে আইন হওয়ার আগে যারা ভিসা আবেদন জমা দিয়েছেন, তাদের পাসপোর্ট ফেরত দিয়েছে দূতাবাস। তবে তাদের আবেদন এখনো বহাল রয়েছে, যতক্ষণ না নুলস্তা বাতিল না হয়। 

রাষ্ট্রদূত জানান, ইতালির প্রাদেশিক অভিবাসন কর্তৃপক্ষ একান্তভাবেই নুলস্তার যাচাই করে থাকে। এ কর্তৃপক্ষই যাচাই করে জানিয়ে দেয় কারো নুলস্তা সঠিক নাকি বাতিল করা হয়েছে। ফলে যাচাইয়ের অপেক্ষায় থাকা নুলস্তা সঠিক না বাতিল, এ প্রক্রিয়ায় দূতাবাসের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। ২০২৪ সালের ১১ অক্টোবর ইতালি সরকার নতুন যে আইন করেছে, তার ফলে নুলস্তার মেয়াদও স্থগিত হয়।

তথ্যসূত্র: চ্যানেল টোয়েন্টিফোর

Logo