Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি ভিসা নিষেধাজ্ঞা! না মানলে ১ লাখ রিয়াল জরিমানা

ওমরাহ হাজিদের ২৯ এপ্রিল আগে সৌদি ছাড়তে হবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৩:৫৯

সৌদি ভিসা নিষেধাজ্ঞা! না মানলে ১ লাখ রিয়াল জরিমানা

সৌদি আরব ১৪টি দেশের নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, যা ১৩ এপ্রিল থেকে তা কার্যকর হবে। নিষেধাজ্ঞা তালিকায় আছে বাংলাদেশ, মিসর, ভারত, পাকিস্তান, ইয়েমেনের নাম। কিন্তু সৌদি ভিসা নিষেধাজ্ঞা দিলে কী হয়?

ভিসা নিষেধাজ্ঞার কারণে, এই দেশগুলোর মানুষ ১৩ এপ্রিল থেকে ওমরাহ্, ব্যবসা ও পারিবারিক ভিসা পাবেন না। তবে এসব দেশের যাদের হজের সঠিক ভিসা ও অনুমতি আছে, তাদের সৌদি যেতে কোনো সমস্যা হবে না। কিন্তু ভিসা নিষেধাজ্ঞার কারণ কী?

এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ, নিরাপত্তা আর অনুমতি নেই এমন হজযাত্রীদের আটকানো। যাতে হজের সময় অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ঝুঁকি কমিয়ে আনা যায়। ডাটা সৌদির হিসাবে, ২০২৪ সালে হজে গিয়েছিলেন ১৮ লাখ ৩৩ হাজার হাজি, যার মধ‍্যে বিদেশি ছিলেন ১৬ লাখ ১১ হাজার। পরিসংখ‍্যানে দেখা যায়, হাজিদের মধ‍্যে সৌদির বাইরে থেকে এসেছিলেন ৯৬%। বিদেশি হাজিদের মধ‍্যে পুরুষের সংখ‍্যা ৯ লাখ ৫৮ হাজার, আর নারী ৮ লাখ ৭৫ হাজার। ফলে নারী-পুরুষ হাজির নিরাপত্তা দেয়া, ভিড় কমিয়ে হজ সুন্দরভাবে করা সৌদির এখন এক বড় চ‍্যালেঞ্জ। কিন্তু এটা কেন চ‍্যালেঞ্জিং? 

এ বছর হজ হবে জুন মাসে। যেটি সৌদির ভর গরমের মৌসুম। যে সময়টায় সৌদিতে গরম উঠে ৪১ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি। জুনে সৌদি আরবে দিনগুলোও বড় হয়, প্রায় সাড়ে ১৩ ঘণ্টা। ২০২৪ সালে হজের মৌসুমে সৌদির তাপমাত্রা পৌঁছেছিল ৪৬ থেকে ৪৯ ডিগ্রি সেলসিয়াসে। গেল বছর প্রচণ্ড গরম এবং অতিরিক্ত ভিড়ের কারণে ১,৩০০ এরও বেশি হজযাত্রীর মৃত্যু হয়েছিল। এর মধ্যে অধিকাংশই ছিলেন হজ করার অনুমতি নেই এমন হাজি। 

কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তানের বিরুদ্ধে কেন এই ভিসা নিষেধাজ্ঞা?

ডাটা সৌদির পরিসংখ‍্যানে জানা যায়, সরকারি হিসাবে সৌদি আছেন প্রায় ২২ লাখ বাংলাদেশি। বেসরকারি হিসাবে সেই সংখ‍্যা আরো বেশি, যা দেশটির বিদেশি কর্মীদের মধ‍্যে সর্বোচ্চ। এরপরে আছে ভারতের ১০ লাখ ৮৮ হাজার, পাকিস্তানের ১০ লাখ ৮১ হাজার, ইয়েমেনের ১০ লাখ ৮০ হাজার, মিসরের ১০ লাখ ৪৭ হাজার। ফলে সহজে অনুমান করা যায়, যেসব দেশ থেকে সবচেয়ে বেশি কর্মী আছে সৌদিতে, সেসব দেশকেই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে, যাতে হজের সময় ভিড় ঠেকানো যায়। 

সৌদি আরব এরই মধ‍্যে ঘোষণাও করেছে ১৩ তারিখের পর ওমরাহর উদ্দেশ‍ে সৌদি যাওয়া যাবে না। আর যারা ওমরাহ করছেন, তাদের ২৯ এপ্রিল সৌদি ছাড়তে হবে। এই আইন না মানলে, সৌদি কর্তৃপক্ষকে না জানালে, ওমরাহ প্রতিষ্ঠান সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা করবে।   

কিন্তু কতদিন থাকবে এই নিষেধাজ্ঞা?

সৌদি সরকারের পক্ষে আভাস দেয়া হয়েছে, ভিসা নিষেধাজ্ঞাটি সাময়িক। হজের মৌসুম শেষ হলে মধ‍্য জুন থেকেই আবার চালু হবে সৌদি আরবের নানা ভিসার সুবিধা। 

Logo